উপদেষ্টা আসিফ মাহমুদের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের হট্টগোল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
নাটোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়ার উপস্থিতিতেই হট্টগোল করেন জুলাই যোদ্ধারা। নির্ধারিত আসন না থাকায় অনুষ্ঠানে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আজ শনিবার (৯ আগস্ট) বেলা ১২টার দিকে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে দেশের ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে আলোচনা সভায় যোগদেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় জুলাই যোদ্ধারাও আলোচনা সভায় অংশ নেয়। সেখানে তাদের জন্য নির্ধারিত আসন না থাকায় দাঁড়িয়ে থাকে তারা।
এসময় তাদের সাথে জেলা এনসিপি নেতাদের সাথে বাকবিতন্ডা বাধে। পরে তারা হট্রগোল শুরু করেন। পরে প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।