‘নির্বাচনের প্রস্তুতির বিষয়ে কোনো বার্তা পায়নি সেনাবাহিনী’
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এখন পর্যন্ত কোনো বার্তা দেওয়া হয়নি। বুধবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ শফিকুল ইসলাম।
কর্নেল স্টাফ শফিকুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কোনো বার্তা বা নির্দেশনা সেনাবাহিনী পায়নি। আমরা সবাই একটা বিপজ্জনক অবস্থা পার করছি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সম্মিলিত সহযোগিতা দরকার।’
সংবাদ সম্মেলনে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, ‘কেবল জীবন বাঁচাতেই গোপালগঞ্জে নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনী। একক কোনো দলকে নিরাপত্তা দেওয়া হয়নি।’
এছাড়া ব্রিফিংয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন অভিযানে অস্ত্র উদ্ধারের বিষয়ে নানা তথ্য দেওয়া হয়।