হাইকোর্টে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী © ভিডিও থেকে নেওয়া
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ প্রশ্নে আজ বৃহস্পতিবার (২২ মে ) বেলা পৌনে ১১টায় রিটের আদেশ দিবেন হাইকোর্টে ।
এই ইস্যুতে কেন্দ্র করে সকাল থেকেই হাইকোর্টের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালত প্রাঙ্গণের ভেতরে দেখা গেছে পুলিশ ও সেনা সদস্যদের।
এর আগে গতকাল বুধবার (২১ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
এ রিটের ওপর মঙ্গলবার (২০) দুপুর ১টায় শুনানি শুরু হয়। চলে প্রায় ২টা পর্যন্ত। এরপর আদালতে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় সোয়া ৫টা পর্যন্ত শুনানি চলে। তারপর আদেশের জন্য বুধবার সাড়ে ১২টার সময় নির্ধারণ করা হয়।
এদিকে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে বেশ কয়েকদিন ধরে নগর ভবন ও মৎস ভবনের সামনে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। এতে চারদিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।