নারীর প্রতি অবমাননা ও সহিংসতা রুখতে গঠিত হচ্ছে সোশ্যাল ফোর্স: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

১৪ মে ২০২৫, ১২:২৬ AM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৯:৩৪ AM
বক্তব্য রাখছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

বক্তব্য রাখছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ © সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, রাষ্ট্রের জন্য স্কাউট সদস্যরা ছাত্র-জনতার আন্দোলনে সংগ্রাম করেছে। এদেশের অপশাসন, অন্যায়, দুর্নীতি দূর করতে কষ্টভোগ করেছে। এ সংগ্রামে স্কাউটদের  মধ্যে থেকে ৮ জন শহিদ হয়েছে।
 
মঙ্গলবার (১৩ মে) ঢাকায় স্কাউটসের জাতীয় সদর দপ্তরে আয়োজিত গর্ল-ইন-স্কাউটিং দিবস, আন্তর্জাতিক নারী দিবস এবং আন্তর্জাতিক মা দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি
 
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, স্কাউট যে কাজগুলো করে, যে শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে তা সুন্দর মানুষ হতে এবং দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করে। শুধু তাই নয় স্কাউটারদের অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে। 

উপদেষ্টা বলেন, বাংলাদেশ স্কাউটস একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। স্কাউটিংয়ের আদর্শ ও মূলনীতি শিশু, কিশোর ও যুব বয়সীদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তির উন্নয়ন ঘটিয়ে চরিত্রবান, দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে নিজেকে তৈরি করে। স্কাউটারদের সাধারণ শিক্ষার পাশাপাশি সহশিক্ষার কার্যক্রম হিসেবে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।

শারমীন এস মুরশিদ বলেন, নারীর প্রতি অবমাননা, সহিংসতা, হুমকি রুখতে সরকারের পক্ষ থেকে একটি সোশ্যাল ফোর্স গঠন করা হচ্ছে। এই ফোর্স ভিকটিমদের দোরগোড়ায় পৌঁছে যাবে, তাদের সমস্যা শুনবে এবং সমাধানে পদক্ষেপ নেবে। একই সঙ্গে সাইবার বুলিং প্রতিরোধে একটি ইউনিট গঠন করা হবে যেখানে স্কাউট টিমের মেয়েরা-সহ কয়েকশ মেয়ে কাজ করবে। 

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস গার্ল-ইন-স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক মাহেনুর জাহানের সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক, বাংলাদেশ স্কাউটস গার্ল-ইন-স্কাউটিং বিষয়ক জাতীয় উপকমিটির যুগ্মআহবায়ক নুরুন্নাহার রুপা শুভেচ্ছা বক্তৃতা করেন।

জকসু নিবার্চন: আরও তিন কেন্দ্রে শিবিরের বড় লাফ
  • ০৭ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ নির্বাচনের আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে ৭ দ…
  • ০৭ জানুয়ারি ২০২৬
হলফনামায় সম্পদ-আয় নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন নাহিদ ইসলাম
  • ০৭ জানুয়ারি ২০২৬
পবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক মো. জহুরুল হক
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘রাজনীতিতে অনাগ্রহী তন্বি বিয়েশাদি করে ব্যস্ত’— বক্তব্যের ক…
  • ০৭ জানুয়ারি ২০২৬
দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলতে চাই না: আসিফ নজরুল
  • ০৭ জানুয়ারি ২০২৬