জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে আমেরিকার সিনেটে রেজুলেশন পাস

০১ মে ২০২৫, ০৮:৫২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
জর্জিয়া স্টেট সিনেট

জর্জিয়া স্টেট সিনেট © সংগৃহীত

বাংলাদেশে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে এবং জুলাইয়ে ছাত্র আন্দোলনের অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে একটি রেজুলেশন পাস হয়েছে। দেশটির স্বাধীনতা দিবস ও কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর পূর্তিকে কেন্দ্র করে গত ৪ এপ্রিল সিনেটের অধিবেশনে এই প্রস্তাব নেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে প্রস্তাবে বলা হয়, বাংলাদেশের একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতিশ্রুতি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। প্রস্তাবে অন্তর্বর্তী সরকারের অব্যাহত সাফল্য কামনা করার পাশাপাশি বাংলাদেশের জনগণের সঙ্গে আমেরিকানদের নিবিড় সম্পর্ক থাকার কথা তুলে ধরা হয়েছে।

প্রস্তাবে বলা হয়, এই উন্নয়নের পথে যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের পাশে থেকেছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২০২৪ সালে দাঁড়িয়েছে ১০.৬ বিলিয়ন মার্কিন ডলারে। ২০২৪ সালে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে গঠিত কোটা সংস্কার আন্দোলন ও গণতন্ত্রের দাবিতে জনগণের অংশগ্রহণের কথাও এতে উল্লেখ করা হয়।

প্রস্তাবে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে এবং ১৯৭২ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র তা স্বীকৃতি দেয়। এরপর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য, নিরাপত্তা, সুশাসন ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানদের সংখ্যা প্রায় পাঁচ লাখ, যাদের মধ্যে জর্জিয়া অঙ্গরাজ্যেই আছেন ৩০ হাজারের বেশি।

সিনেটের প্রস্তাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিরও প্রশংসা করে বলা হয়, গত পাঁচ দশকে বাংলাদেশ খাদ্য উৎপাদন, দুর্যোগ মোকাবিলা, দারিদ্র্য হ্রাস, নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। গত এক দশক ধরে বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।  

জর্জিয়া সিনেটের সদস্য শেখ রহমান, ইসলাম পার্কেস, হারবিসন, ম্যাংহ্যাম, জেমসসহ একাধিক সিনেটর যৌথভাবে এই প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয় এবং জনসাধারণ ও সংবাদমাধ্যমে বিতরণের জন্য সিনেট সচিবকে অনুলিপি প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।

করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন: নিহত ২৮, নিখোঁজ ৮১
  • ২১ জানুয়ারি ২০২৬
২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
দুর্নীতির অভিযোগে যবিপ্রবির শিক্ষক ও প্রকৌশলী বরখাস্ত
  • ২১ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9