নিজ উপজেলায় উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

৩০ এপ্রিল ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৬ PM
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল © সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ এপ্রিল) মুরাদনগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমতার অপব্যবহার করে পুলিশ দিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটাচ্ছেন। তার বিরুদ্ধে সংবাদমাধ্যমেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া তিনি আওয়ামী লীগের পুনর্বাসনে সক্রিয়ভাবে সহায়তা করছেন বলেও অভিযোগ করা হয়। তার বাবা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তোলা হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, উপদেষ্টা পুলিশের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর দমন-পীড়ন চালাচ্ছেন। এসব কারণেই তার পদত্যাগের দাবি ওঠে।

বিক্ষোভ চলাকালীন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান শিক্ষার্থীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। গণমাধ্যমকে তিনি জানান, ‘নাম ব্যবহার করে বিক্ষোভ মিছিল করা যাবে না।’ তার এই আচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা "ভুয়া ভুয়া" স্লোগান দেন এবং উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬