বাস টার্মিনাল কেন্দ্রিক ডিএমপির নির্দেশনা, মানতে হবে যেসব বিধিনিষেধ

২৬ মার্চ ২০২৫, ০৮:২৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৯ PM
লোগো

লোগো © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বাস টার্মিনাল কেন্দ্রিক শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গণপরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদযাত্রা নিরাপদ, সুগম ও নিরবচ্ছিন্ন করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাস টার্মিনাল কেন্দ্রিক গণপরিবহন মালিক-শ্রমিক ও যাত্রী সাধারণকে নিম্নোক্ত নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

গণপরিবহন মালিক ও শ্রমিকদের জন্য দেওয়া নির্দেশনা-
১. বাস টার্মিনালের বাইরে কোনো অবস্থাতেই যাত্রী ওঠানামা করা যাবে না।
২. নির্ধারিত বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও গাড়ির যাত্রী ওঠানো বা নামানো যাবে না।
৩. ফিটনেসবিহীন ও যান্ত্রিক ত্রুটিযুক্ত গাড়ি মহাসড়কে চালানো যাবে না।
৪. নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না।
৫. অতিরিক্ত যাত্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
৬. যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না।
৭. যাত্রীদের লাগেজ বহনে অযথা হয়রানি করা যাবে না।
৮. অতিরিক্ত মালামাল বহন করা যাবে না।
৯. ঈদের সময়ে চাঁদাবাজি বা অবৈধ অর্থ আদায় করা যাবে না।
১০. চালক ও সহকারীদের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
১১. বেপরোয়া গতিতে গাড়ি চালানো যাবে না।
১২. যানবাহনের ভেতরে অশোভন আচরণ বা অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ।
১৩. মাদক সেবন করে গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
১৪. চালকের মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এবং চলন্ত গাড়িতে উচ্চস্বরে গান বাজানো যাবে না।
১৫. যেকোনো সড়ক দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ট্রাফিক পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

যাত্রী সাধারণের জন্য দেওয়া নির্দেশনা
১. সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত টার্মিনাল বা কাউন্টার থেকে গাড়িতে উঠতে হবে।
২. অতিরিক্ত ভাড়া পরিশোধ না করার অনুরোধ এবং কোনো অভিযোগ থাকলে ট্রাফিক পুলিশকে জানানোর পরামর্শ।
৩. গণপরিবহনে মাদকদ্রব্য বা অবৈধ মালামাল বহন করা যাবে না।
৪. যাত্রীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
৫. চাঁদাবাজি, হয়রানি বা অনৈতিক কর্মকাণ্ড দেখলে দ্রুত ট্রাফিক পুলিশের সহায়তা নিতে হবে।
৬. জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল করার পরামর্শ।

পথচারীদের জন্য নির্দেশনা
১. জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পার হতে হবে।
২. চলন্ত বাসে ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9