একটু আস্থা রাখতে পারেন, কাজ আমরা করবোই: উপদেষ্টা ফরিদা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার  © ফাইল ফটো

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে থেকে কাজ করার অর্থ এই নয় যে অন্যায়ের বিরুদ্ধে তারা চুপ করে থাকবেন। সাম্প্রতিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার (১৫ মার্চ) এক ফেসবুক পোস্টে এসব কথা বলন। এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাজ আমরা করবোই।     

ফরিদা আখতার বলেন, আমরা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে সরকারে আছি, তার মানে এই নয় যে দেশে কোনো নির্যাতন বা অন্যায় ঘটলে, বিশেষ করে নারী নির্যাতন হলে আমরা চুপ করে বসে থাকব। সম্প্রতিকালে দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় আমরা প্রচণ্ড ক্ষুব্ধ এবং মর্মাহত।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া প্রকাশের অর্থ কাজ না করা নয়। বরং এসব প্রতিক্রিয়ার মাধ্যমে জনগণ বুঝতে পারে যে, ‘সরকার এসব ঘটনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

“রাজপথের আন্দোলন থেকে যে দাবিগুলো আসে, আমরা তা গুরুত্বের সাথে শুনি এবং আলোচনা করি। এবং আমাদের পদক্ষেপের জন্য তা সহায়ক হয়।"

নারী নির্যাতনের ঘটনাগুলো যে কেবল প্রকাশিত ঘটনাগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, সে কথাও বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

তিনি বলেন, গরীব-মধ্যবিত্ত সব শ্রেণির মধ্যে নির্বিশেষে ঘটনা ঘটছে। যতটুকু ঘটনা নিয়ে আন্দোলন হচ্ছে প্রকৃত ঘটনা তার চেয়েও বেশি, এটা ধরেই নেওয়া যায়। কারণ সব ঘটনা পত্রিকায় আসে না, কিংবা পুলিশের কাছেও যায় না।

ধর্ষণের ঘটনার বিচার ও শাস্তির আশ্বাস দিয়ে ফরিদা আখতার বলেন, তাৎক্ষণিক কোনো কিছু সম্ভব নয়, সেটা সবাই জানে। আর ব্যাপকভাবে সামাজিক কর্মসূচি নিতে হবে।

সকলকে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্যা গভীরে প্রোথিত। একটু আস্থা রাখতে পারেন। আমরা কাজ করবই।


সর্বশেষ সংবাদ