বছরজুড়ে দেশের শিক্ষা ও শিক্ষাঙ্গনের বহু ঘটনার সাক্ষী হয়ে বিদায়ের পথে ২০২৩ সাল। এ বছর নানা কারণে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নতুন কারিকুলাম। বছরজুড়ে এই আলোচনা-সমালোচনা শেষদিকে এসে তা আন্দোলনেও রূপ নেয়। নতুন শিক্ষাক্রমের বিরোধিতা করে গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন অভিভাবক-শিক্ষকও।
করোনাভাইরাস মহামারির কারণে তিন বছর পর প্রথমবারের মতো এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হওয়া, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির টানাপোড়েনে বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা আলোর মুখ না দেখা, ভুলে ভরা পাঠ্যবই, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা আন্দোলন, বৈষম্য নিরসন ও পদোন্নতির দাবিতে বিসিএস শিক্ষা ক্যাডারদের আন্দোলনসহ শিক্ষাখাতে নানা ঘটনা ঘটেছে বিদায়ী বছরে।
বছরের শুরুতে ভুলে ভরা নতুন পাঠ্যবই দিয়ে শুরু হয় এই বিতর্ক। আর বছর শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে শিক্ষাঙ্গনে। এ কারণে এক মাস আগে নভেম্বরে শেষ হয় চলতি বছরের শিক্ষা কার্যক্রম।
নতুন কারিকুলাম নিয়ে বছরজুড়ে সমালোচনা গত জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম চালু হয়। ২০২৪ শিক্ষাবর্ষ থেকে আরও চার শ্রেণিতে চালু হচ্ছে নতুন এ কারিকুলাম। এতে শিক্ষার্থীদের পাঠ্যসূচি ও মূল্যায়ন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আসছে, যা নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে পড়ানোর পাশাপাশি মুখস্থনির্ভরতার পরিবর্তে দক্ষতা, সৃজনশীলতা, জ্ঞান ও নতুন দৃষ্টিভঙ্গি সম্পর্কে শেখাতেই নতুন এই শিক্ষাক্রম চালু করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
তবে শিক্ষক ও অভিভাবকদের অনেকেই এর সমালোচনা করছেন। নতুন কারিকুলাম বাতিলের দাবিতে রাজধানীতে মানববন্ধনও করেছেন অভিভাবকরা। ফেসবুক গ্রুপ থেকে গড়ে ওঠা ‘সম্মিলিত শিক্ষা আন্দোলন’ নামের সংগঠন এখনো সক্রিয়। তবে মিথ্যা ও বিকৃত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে এনসিটিবি পক্ষ থেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়। এতে এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা বর্তমানে কারাগারে আছেন।
এদিকে গতমাসের শেষের দিকে এসে নতুন জাতীয় শিক্ষাক্রমের অংশ হিসেবে হিন্দি গানের সাথে স্কুলের পোশাক পরা ছেলেমেয়েদের অশ্লীল নাচ কিংবা ব্যাঙের লাফ অথবা হাঁসের ডাক দিচ্ছে— এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন এনসিটিবি জানিয়েছিল, এসব ভিডিও স্বার্থান্বেষী একটি গোষ্ঠী নতুন শিক্ষাক্রম সম্পর্কে মিথ্যা তথ্য পরিবেশন ও ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিরূপ মনোভাব সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
মন্ত্রণালয়-ইউজিসির টানপোড়েনে আলোর মুখ দেখেনি একক ভর্তি পরীক্ষা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে জটিলতা, দীর্ঘসূত্রতা, শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তাহীনতা, দুর্ভোগ, অতিরিক্ত অর্থ ব্যয় এবং সময়ক্ষেপণ পরিহারের লক্ষ্যে একক ভর্তি পরীক্ষার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, একক ভর্তি পরীক্ষা আলোর মুখ না দেখার নেপথ্যে রয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির ‘ক্ষমতার দ্বন্দ্ব’।
একক ভর্তি পরীক্ষা নিতে ইউজিসি গত ৩১ অক্টোবর ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক পর্যায়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৩’–এর খসড়া চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালেও সেটি চূড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় নানা জটিলতায় সেটি চূড়ান্ত করতে না পারায় এবারও আগের মতো ভর্তি পরীক্ষা হবে বলে জানায় ইউজিসি। ফলে নানা আশা-ভরসা থাকলেও শেষ মূহুর্তে এসে থেমে যায় শিক্ষার্থীদের বহুল কাঙিক্ষত একক ভর্তি।
কর্মবিরতিতে অচল সরকারি কলেজ পদোন্নতি, আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে সব সরকারি কলেজে কয়েক দফায় কর্মবিরতি পালন করেছে বিসিএস ক্যাডারের শিক্ষকরা। গত সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। পরে অক্টোবরে দাবি আদায় না হওয়ার বেশ কয়েক দফায় কর্মবিরতি পালন করা হয়। এমন পরিস্থিতিতে ১৪ অক্টোবর রাতে শিক্ষামন্ত্রী আন্দোলনরতদের সঙ্গে বৈঠক করেন। তিনি তাদের সব দাবি পূরণে আশ্বাস দিলে কর্মসূচি থেকে সরে আসে শিক্ষা ক্যাডাররা।
বছর শেষে রাজনৈতিক উত্তাপের প্রভাব শিক্ষাঙ্গনে জাতীয় নির্বাচনের প্রস্তুতির কারণে এক মাস আগেই শেষ হয়েছে চলতি বছরের শিক্ষাকার্যক্রম। নিয়ম অনুযায়ী প্রতি বছর ডিসেম্বর মাসে শেষ হয় শিক্ষার একাডেমিক বছর। কিন্তু এবার এক মাস আগেই অর্থাৎ নভেম্বর মাসেই শেষ হয়েছে শিক্ষাবর্ষ। শিক্ষাপ্রতিষ্ঠানকে নভেম্বরের ৩০ তারিখের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল।
এদিকে অক্টোবরের শেষের দিকে এসে দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থান নেয়। এ কারণে অক্টোবর মাস থেকে রাজনীতির মাঠে উত্তাপ ছড়ায়। ফলে বছরের শেষ সময়ে সব শ্রেণিতে বার্ষিক পরীক্ষা, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অর্ধবার্ষিকী (ষাণ্মাসিক) মূল্যায়ন, এসএসসির প্রস্তুতি, এইচএসসির প্রাক-নির্বাচনীসহ বিভিন্ন ভর্তি পরীক্ষায় ব্যাঘাত ঘটে। এর পাশাপাশি অবরোধসহ নানা রাজনৈতিক কর্মসূচির কারণে অনলাইন শিক্ষাক্রমে ফেরে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো।
এমপিওভুক্তির দাবিতে রাজপথে শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জুন থেকে আন্দোলন শুরু করেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সদস্যরা অবস্থান নেন। ১৯ জুলাই আন্দোলনরত শিক্ষক ও অন্যান্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে তিনি বলেন, এ বিষয়ে (জাতীয়করণ) আগামী জাতীয় নির্বাচনের আগে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।
তবে জাতীয়করণের যৌক্তিকতা আছে কি না, সেটাসহ শিক্ষা ও শিক্ষকদের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। শিক্ষামন্ত্রীর এমন আশ্বাসেও অবস্থান কর্মসূচি চালিয়ে যান শিক্ষকরা। পরে ২ আগস্ট সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত শিক্ষকরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।
৩ বছর পর এসএসসি-এইচএসসি পরীক্ষা স্বাভাবিক ধারায় করোনার পর প্রথমবারের মতো ২০২৩ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে দেখা গেছে, দুটি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, করোনার পর পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ায় ফল কিছুটা খারাপ হয়েছে। তবে এটি অস্বাভাবিক নয়।
সমালোচনার মুখে নতুন কারিকুলামে পাঠ্যবই সংশোধন ২০২৩ সালে নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে অসংখ্য ভুল ধরা পড়ে। যা গণমাধ্যমে আসার পর টনক নড়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)। শুরু হয় ভুল চিহ্নিত করার কাজ। প্রায় চার মাস পর এপ্রিলের শেষ এসে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ২২টি বইয়ে ৪২১টি ভুল-ভ্রান্তির সত্যতা পায় এনসিটিবি। ভুলগুলো সংশোধন করে ২৯ এপ্রিল এনসিটিবির ওয়েবসাইটে সংশোধনী দেওয়া হয়।
বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের আন্দোলন গত বছরের মার্চের শেষ দিকে ৪০তম বিসিএসের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ক্যাডার পদের চাকরিপ্রার্থীরা গত বছরের নভেম্বরে যোগ দিলেও নানা জটিলতায় অনেক দিন নন-ক্যাডার পদের ফল আটকে ছিল। এ নিয়ে বছরের মাঝামাঝিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন ৪০তম বিসিএসের নন-ক্যাডার প্রত্যাশীরা। পরে সেপ্টেম্বরে ৩ হাজার ৬৫৭ জন প্রার্থীকে নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন পদে সুপারিশ করা হয়েছে।
এদিকে বৈষম্যমূলক নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিল করে পদসংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন ৪৩তম বিসিএসের ফলপ্রত্যাশী চাকরিপ্রার্থীরা। চলতি মাসের মাঝামাঝি সময়ে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানিয়েছেন। এরপর পিএসসি সামনে একাধিকবার কর্মসূচি পালন করেন চাকরিপ্রার্থীরা।
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ২৭ হাজার শিক্ষক নিয়োগ ২০২২ সালের ২১ ডিসেম্বর চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চলতি বছরের ১২ মার্চ প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয়। এতে দেশের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের জন্য ৩২ হাজারের বেশি প্রার্থীকে নির্বাচন করা হয়।
পরে নির্ধারিত সময়ের মধ্যে ২৮ হাজারের মতো প্রার্থী ভি-রোল ফরম পূরণ করে চূড়ান্ত সুপারিশ পেতে আবেদন করেন। প্রার্থীদের অপেক্ষা শেষ হয় গত ২০ সেপ্টেম্বর। সেদিন রাতে মোট ২৭ হাজার ৭৪ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করে এনটিআরসিএ। এসব শিক্ষকরা চাকরিতে যোগ দিলেও এখনো অনেকে এমপিওভুক্ত হতে পারেননি।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘ডিভাইস’ ব্যবহার করে জালিয়াতি গত ৮ ডিসেম্বর তিন বিভাগের ১৮ জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রথম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। এই পরীক্ষায় দেশের বিভিন্ন জেলায় ১৪০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, বহুনির্বাচনী প্রশ্নের উত্তরপত্রে জালিয়াতিসহ নানা কারণে পরীক্ষার আগে ও পরীক্ষা চলাকালে তাঁদের আটক করা হয়। এই পরীক্ষায় অনিয়ম-দুর্নীতি ও ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিযোগ তুলে পরীক্ষা বাতিল চেয়ে রিট আবেদন করেছিল ৫৪ প্রার্থী। তবে গত বুধবার (২০ ডিসেম্বর) ফল প্রকাশ করা হয়েছে, যাতে নয় হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন।
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 5
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
0.67 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 15
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.73 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 17
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
1.02 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 16
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
0.70 ms
SELECT *
FROM `wg_front_settings`
Event: dbquery
Events
0.02 ms
Connecting to Database: "prev"
Database
1.04 ms
Query
Database
2.50 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` = '131788'
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
0.51 ms
SELECT *
FROM `wg_category`
WHERE `id_category` = '133'
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
3.71 ms
SELECT `article_body`
FROM `wg_articledetail`
WHERE `id_article` = '131788'
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
4.20 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` IN ('131747','127820','107843')
ORDERBY `id_article` DESC
Event: dbquery
Events
0.04 ms
Query
Database
1.27 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` != '131788'
ORDERBY `id_article` DESCLIMIT 10
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
1.00 ms
SELECT `id_menuitem`, `parent_id`, `item_name`, `link_type`, `menu_url`
FROM `wg_menuitem`
WHERE `status` = 1
AND `id_menu` = 1
ORDERBY `menu_order` asc
Event: dbquery
Events
0.04 ms
View: detail.php
Views
2.01 ms
After Filters
Timer
0.01 ms
Required After Filters
Timer
0.26 ms
Database (11 total Queries, 11 of them unique across 2 Connections)
Time
Query String
0.9 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 5
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 15
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 17
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 16
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
article_body -> UTF-8 string (25496) "<p style="text-align: justify;">বছরজুড়ে দেশের শিক্ষা ও শিক্ষাঙ্গনের বহু ঘটনা...
$value->article_body
<p style="text-align: justify;">বছরজুড়ে দেশের শিক্ষা ও শিক্ষাঙ্গনের বহু ঘটনার সাক্ষী হয়ে বিদায়ের পথে ২০২৩ সাল। এ বছর নানা কারণে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নতুন কারিকুলাম। বছরজুড়ে এই আলোচনা-সমালোচনা শেষদিকে এসে তা আন্দোলনেও রূপ নেয়। নতুন শিক্ষাক্রমের বিরোধিতা করে গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন অভিভাবক-শিক্ষকও।</p>
<p style="text-align: justify;">করোনাভাইরাস মহামারির কারণে তিন বছর পর প্রথমবারের মতো এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হওয়া, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির টানাপোড়েনে বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা আলোর মুখ না দেখা, ভুলে ভরা পাঠ্যবই, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা আন্দোলন, বৈষম্য নিরসন ও পদোন্নতির দাবিতে বিসিএস শিক্ষা ক্যাডারদের আন্দোলনসহ শিক্ষাখাতে নানা ঘটনা ঘটেছে বিদায়ী বছরে।</p>
<p style="text-align: justify;">বছরের শুরুতে ভুলে ভরা নতুন পাঠ্যবই দিয়ে শুরু হয় এই বিতর্ক। আর বছর শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে শিক্ষাঙ্গনে। এ কারণে এক মাস আগে নভেম্বরে শেষ হয় চলতি বছরের শিক্ষা কার্যক্রম।</p>
<p style="text-align: justify;"><strong>নতুন কারিকুলাম নিয়ে বছরজুড়ে সমালোচনা</strong><br />গত জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম চালু হয়। ২০২৪ শিক্ষাবর্ষ থেকে আরও চার শ্রেণিতে চালু হচ্ছে নতুন এ কারিকুলাম। এতে শিক্ষার্থীদের পাঠ্যসূচি ও মূল্যায়ন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আসছে, যা নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে পড়ানোর পাশাপাশি মুখস্থনির্ভরতার পরিবর্তে দক্ষতা, সৃজনশীলতা, জ্ঞান ও নতুন দৃষ্টিভঙ্গি সম্পর্কে শেখাতেই নতুন এই শিক্ষাক্রম চালু করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।</p>
<p style="text-align: justify;">আরও পড়ুন: <span style="color: #e03e2d;"><strong><a style="color: #e03e2d;" href="https://thedailycampus.com/general-education/127820/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%88%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%97%E0%A7%81%E0%A6%A3-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8" target="_blank" rel="noopener">একাধিক চ্যালেঞ্জের মুখে নতুন শিক্ষাক্রমের বৈশ্বিক গুণ-মান অর্জন</a></strong></span></p>
<p style="text-align: justify;">তবে শিক্ষক ও অভিভাবকদের অনেকেই এর সমালোচনা করছেন। নতুন কারিকুলাম বাতিলের দাবিতে রাজধানীতে মানববন্ধনও করেছেন অভিভাবকরা। ফেসবুক গ্রুপ থেকে গড়ে ওঠা ‘সম্মিলিত শিক্ষা আন্দোলন’ নামের সংগঠন এখনো সক্রিয়। তবে মিথ্যা ও বিকৃত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে এনসিটিবি পক্ষ থেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়। এতে এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা বর্তমানে কারাগারে আছেন।</p>
<p style="text-align: justify;">এদিকে গতমাসের শেষের দিকে এসে নতুন জাতীয় শিক্ষাক্রমের অংশ হিসেবে হিন্দি গানের সাথে স্কুলের পোশাক পরা ছেলেমেয়েদের অশ্লীল নাচ কিংবা ব্যাঙের লাফ অথবা হাঁসের ডাক দিচ্ছে— এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন এনসিটিবি জানিয়েছিল, এসব ভিডিও স্বার্থান্বেষী একটি গোষ্ঠী নতুন শিক্ষাক্রম সম্পর্কে মিথ্যা তথ্য পরিবেশন ও ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিরূপ মনোভাব সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। </p>
<p style="text-align: justify;"><strong>মন্ত্রণালয়-ইউজিসির টানপোড়েনে আলোর মুখ দেখেনি একক ভর্তি পরীক্ষা</strong><br />পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে জটিলতা, দীর্ঘসূত্রতা, শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তাহীনতা, দুর্ভোগ, অতিরিক্ত অর্থ ব্যয় এবং সময়ক্ষেপণ পরিহারের লক্ষ্যে একক ভর্তি পরীক্ষার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, একক ভর্তি পরীক্ষা আলোর মুখ না দেখার নেপথ্যে রয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির ‘ক্ষমতার দ্বন্দ্ব’।</p>
<p style="text-align: justify;">আরও পড়ুন: <span style="color: #e03e2d;"><strong><a style="color: #e03e2d;" href="https://thedailycampus.com/public-university/126414/%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%9F%E0%A7%87" target="_blank" rel="noopener">একক ভর্তি পরীক্ষা: অধ্যাদেশে সিদ্ধান্ত আসবে দ্বিতীয়বার ভর্তিসহ সংশ্লিষ্ট সব বিষয়ে</a></strong></span></p>
<p style="text-align: justify;">একক ভর্তি পরীক্ষা নিতে ইউজিসি গত ৩১ অক্টোবর ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক পর্যায়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৩’–এর খসড়া চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালেও সেটি চূড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় নানা জটিলতায় সেটি চূড়ান্ত করতে না পারায় এবারও আগের মতো ভর্তি পরীক্ষা হবে বলে জানায় ইউজিসি। ফলে নানা আশা-ভরসা থাকলেও শেষ মূহুর্তে এসে থেমে যায় শিক্ষার্থীদের বহুল কাঙিক্ষত একক ভর্তি।</p>
<p style="text-align: justify;"><strong>কর্মবিরতিতে অচল সরকারি কলেজ</strong><br />পদোন্নতি, আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে সব সরকারি কলেজে কয়েক দফায় কর্মবিরতি পালন করেছে বিসিএস ক্যাডারের শিক্ষকরা। গত সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। পরে অক্টোবরে দাবি আদায় না হওয়ার বেশ কয়েক দফায় কর্মবিরতি পালন করা হয়। এমন পরিস্থিতিতে ১৪ অক্টোবর রাতে শিক্ষামন্ত্রী আন্দোলনরতদের সঙ্গে বৈঠক করেন। তিনি তাদের সব দাবি পূরণে আশ্বাস দিলে কর্মসূচি থেকে সরে আসে শিক্ষা ক্যাডাররা। </p>
<p style="text-align: justify;"><strong>বছর শেষে রাজনৈতিক উত্তাপের প্রভাব শিক্ষাঙ্গনে</strong><br />জাতীয় নির্বাচনের প্রস্তুতির কারণে এক মাস আগেই শেষ হয়েছে চলতি বছরের শিক্ষাকার্যক্রম। নিয়ম অনুযায়ী প্রতি বছর ডিসেম্বর মাসে শেষ হয় শিক্ষার একাডেমিক বছর। কিন্তু এবার এক মাস আগেই অর্থাৎ নভেম্বর মাসেই শেষ হয়েছে শিক্ষাবর্ষ। শিক্ষাপ্রতিষ্ঠানকে নভেম্বরের ৩০ তারিখের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল।</p>
<p style="text-align: justify;">আরও পড়ুন: <span style="color: #e03e2d;"><strong><a style="color: #e03e2d;" href="https://thedailycampus.com/madrasha/131747/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%87%E0%A6%93-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87" target="_blank" rel="noopener">মাদ্রাসার বইয়ে, শিক্ষাক্রমেও পরিবর্তন আসছে</a></strong></span></p>
<p style="text-align: justify;">এদিকে অক্টোবরের শেষের দিকে এসে দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থান নেয়। এ কারণে অক্টোবর মাস থেকে রাজনীতির মাঠে উত্তাপ ছড়ায়। ফলে বছরের শেষ সময়ে সব শ্রেণিতে বার্ষিক পরীক্ষা, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অর্ধবার্ষিকী (ষাণ্মাসিক) মূল্যায়ন, এসএসসির প্রস্তুতি, এইচএসসির প্রাক-নির্বাচনীসহ বিভিন্ন ভর্তি পরীক্ষায় ব্যাঘাত ঘটে। এর পাশাপাশি অবরোধসহ নানা রাজনৈতিক কর্মসূচির কারণে অনলাইন শিক্ষাক্রমে ফেরে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো।</p>
<p style="text-align: justify;"><strong>এমপিওভুক্তির দাবিতে রাজপথে শিক্ষকরা</strong><br />এমপিওভুক্তির দাবিতে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জুন থেকে আন্দোলন শুরু করেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সদস্যরা অবস্থান নেন। ১৯ জুলাই আন্দোলনরত শিক্ষক ও অন্যান্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে তিনি বলেন, এ বিষয়ে (জাতীয়করণ) আগামী জাতীয় নির্বাচনের আগে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।</p>
<p style="text-align: justify;">তবে জাতীয়করণের যৌক্তিকতা আছে কি না, সেটাসহ শিক্ষা ও শিক্ষকদের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। শিক্ষামন্ত্রীর এমন আশ্বাসেও অবস্থান কর্মসূচি চালিয়ে যান শিক্ষকরা। পরে ২ আগস্ট সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত শিক্ষকরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।</p>
<p style="text-align: justify;"><strong>৩ বছর পর এসএসসি-এইচএসসি পরীক্ষা স্বাভাবিক ধারায়</strong><br />করোনার পর প্রথমবারের মতো ২০২৩ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে দেখা গেছে, দুটি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, করোনার পর পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ায় ফল কিছুটা খারাপ হয়েছে। তবে এটি অস্বাভাবিক নয়।</p>
<p style="text-align: justify;"><strong>সমালোচনার মুখে নতুন কারিকুলামে পাঠ্যবই সংশোধন</strong><br />২০২৩ সালে নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে অসংখ্য ভুল ধরা পড়ে। যা গণমাধ্যমে আসার পর টনক নড়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)। শুরু হয় ভুল চিহ্নিত করার কাজ। প্রায় চার মাস পর এপ্রিলের শেষ এসে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ২২টি বইয়ে ৪২১টি ভুল-ভ্রান্তির সত্যতা পায় এনসিটিবি। ভুলগুলো সংশোধন করে ২৯ এপ্রিল এনসিটিবির ওয়েবসাইটে সংশোধনী দেওয়া হয়।</p>
<p style="text-align: justify;"><strong>বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের আন্দোলন</strong><br />গত বছরের মার্চের শেষ দিকে ৪০তম বিসিএসের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ক্যাডার পদের চাকরিপ্রার্থীরা গত বছরের নভেম্বরে যোগ দিলেও নানা জটিলতায় অনেক দিন নন-ক্যাডার পদের ফল আটকে ছিল। এ নিয়ে বছরের মাঝামাঝিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন ৪০তম বিসিএসের নন-ক্যাডার প্রত্যাশীরা। পরে সেপ্টেম্বরে ৩ হাজার ৬৫৭ জন প্রার্থীকে নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন পদে সুপারিশ করা হয়েছে।</p>
<p style="text-align: justify;">আরও পড়ুন: <span style="color: #e03e2d;"><strong><a style="color: #e03e2d;" href="https://thedailycampus.com/career/127514/%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%93-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80" target="_blank" rel="noopener">নতুন শিক্ষাক্রম অনুযায়ী পরিবর্তন হবে চাকরির প্রশ্ন, পরীক্ষাও: শিক্ষামন্ত্রী</a></strong></span></p>
<p style="text-align: justify;">এদিকে বৈষম্যমূলক নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিল করে পদসংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন ৪৩তম বিসিএসের ফলপ্রত্যাশী চাকরিপ্রার্থীরা। চলতি মাসের মাঝামাঝি সময়ে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানিয়েছেন। এরপর পিএসসি সামনে একাধিকবার কর্মসূচি পালন করেন চাকরিপ্রার্থীরা।</p>
<p style="text-align: justify;"><strong>চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ২৭ হাজার শিক্ষক নিয়োগ</strong><br />২০২২ সালের ২১ ডিসেম্বর চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চলতি বছরের ১২ মার্চ প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয়। এতে দেশের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের জন্য ৩২ হাজারের বেশি প্রার্থীকে নির্বাচন করা হয়।</p>
<p style="text-align: justify;">পরে নির্ধারিত সময়ের মধ্যে ২৮ হাজারের মতো প্রার্থী ভি-রোল ফরম পূরণ করে চূড়ান্ত সুপারিশ পেতে আবেদন করেন। প্রার্থীদের অপেক্ষা শেষ হয় গত ২০ সেপ্টেম্বর। সেদিন রাতে মোট ২৭ হাজার ৭৪ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করে এনটিআরসিএ। এসব শিক্ষকরা চাকরিতে যোগ দিলেও এখনো অনেকে এমপিওভুক্ত হতে পারেননি।</p>
<p style="text-align: justify;"><strong>প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘ডিভাইস’ ব্যবহার করে জালিয়াতি</strong><br />গত ৮ ডিসেম্বর তিন বিভাগের ১৮ জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রথম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। এই পরীক্ষায় দেশের বিভিন্ন জেলায় ১৪০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।</p>
<p style="text-align: justify;">ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, বহুনির্বাচনী প্রশ্নের উত্তরপত্রে জালিয়াতিসহ নানা কারণে পরীক্ষার আগে ও পরীক্ষা চলাকালে তাঁদের আটক করা হয়। এই পরীক্ষায় অনিয়ম-দুর্নীতি ও ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিযোগ তুলে পরীক্ষা বাতিল চেয়ে রিট আবেদন করেছিল ৫৪ প্রার্থী। তবে গত বুধবার (২০ ডিসেম্বর) ফল প্রকাশ করা হয়েছে, যাতে নয় হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। </p>
realtednews
$value array (3)
0 => stdClass#107 (48)
$value[0]
Properties (48)
id_article -> string (6) "131747"
$value[0]->id_article
article_title -> UTF-8 string (116) "মাদ্রাসার বইয়ে, শিক্ষাক্রমেও পরিবর্তন আসছে"
home_title -> UTF-8 string (116) "মাদ্রাসার বইয়ে, শিক্ষাক্রমেও পরিবর্তন আসছে"
$value[0]->home_title
share_title -> UTF-8 string (116) "মাদ্রাসার বইয়ে, শিক্ষাক্রমেও পরিবর্তন আসছে"
$value[0]->share_title
DetailNews -> null
$value[0]->DetailNews
article_shoulder -> string (0) ""
$value[0]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[0]->article_hanger
article_summary -> UTF-8 string (480) "দেশের প্রচলিত শিক্ষা কাঠামোয় সাধারণ শিক্ষা ধারায় নতুন শিক্ষাক্রমে পাঠদান শুর...
$value[0]->article_summary
দেশের প্রচলিত শিক্ষা কাঠামোয় সাধারণ শিক্ষা ধারায় নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হলেও মাদ্রাসার শিক্ষার্থীদের বিষয়গুলোয় নতুন ধারায় গুণগত মানের পাঠ্যক্রম পেতে অপেক্ষা করতে হবে আরও...
article_summary -> UTF-8 string (533) "জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া এবং রাজশাহী বিশ্ববিদ...
$value[1]->article_summary
জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণতান্ত্রিক ছাত্র জোটের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ।
home_title -> UTF-8 string (120) "দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস"
$value[2]->home_title
share_title -> UTF-8 string (120) "দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস"
$value[2]->share_title
article_shoulder -> string (0) ""
$value[2]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[2]->article_hanger
article_summary -> UTF-8 string (667) "আজ দুপুরের মধ্যে দেশের ৬ জেলার ওপর দিয়ে ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ...
$value[2]->article_summary
আজ দুপুরের মধ্যে দেশের ৬ জেলার ওপর দিয়ে ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
article_summary -> UTF-8 string (415) "মাদারীপুরের কালকিনিতে চোরকে ছাড়িয়ে নিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীর...
$value[3]->article_summary
মাদারীপুরের কালকিনিতে চোরকে ছাড়িয়ে নিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বেধে যায়। এতে আটজন আহত হয়েছেন। বুধবার (২৮...
home_title -> UTF-8 string (119) "ঈদ-গ্রীষ্মে কোন শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন ছুটি"
$value[5]->home_title
share_title -> UTF-8 string (119) "ঈদ-গ্রীষ্মে কোন শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন ছুটি"
$value[5]->share_title
article_shoulder -> string (0) ""
$value[5]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[5]->article_hanger
article_summary -> UTF-8 string (531) "ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ...
$value[5]->article_summary
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এখানে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির ভিন্নতা রয়েছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা...
যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমেরিকানদের বক্তব্য ‘সেন্সর’ করা বা তাদের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করলে, এর সঙ্গে জড়িত বিদেশি কর্মকতাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া...
home_title -> UTF-8 string (88) "পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ "
$value[7]->home_title
share_title -> UTF-8 string (88) "পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ "
$value[7]->share_title
article_shoulder -> string (0) ""
$value[7]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[7]->article_hanger
article_summary -> UTF-8 string (449) "আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশ দলের বর্তমান মিশন পাকিস্তানের ব...
$value[7]->article_summary
আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশ দলের বর্তমান মিশন পাকিস্তানের বিপক্ষে সিরিজ। তবে সেখানেও হার দিয়ে সিরিজ শুরু করল টাইগাররা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের...
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামী ছাত্রী সংস্থাকে স্বাগত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। তার প্রত্যাশা- সংগঠনটি ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্রী সংস্থা, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কাদের
image_title -> UTF-8 string (34) "আব্দুল কাদের"
$value[8]->image_title
image_tag -> UTF-8 string (673) "ঢাবি ইসলামী ছাত্রী সংস্থাকে স্বাগত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন...
$value[8]->image_tag
ঢাবি ইসলামী ছাত্রী সংস্থাকে স্বাগত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের। তার প্রত্যাশা- সংগঠনটি ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
home_title -> UTF-8 string (162) "কুয়েট শিক্ষার্থীর ওপর হামলা, অভিযোগের তীর আওয়ামীলীগের দিকে "
$value[9]->home_title
কুয়েট শিক্ষার্থীর ওপর হামলা, অভিযোগের তীর আওয়ামীলীগের দিকে
share_title -> UTF-8 string (162) "কুয়েট শিক্ষার্থীর ওপর হামলা, অভিযোগের তীর আওয়ামীলীগের দিকে "
$value[9]->share_title
কুয়েট শিক্ষার্থীর ওপর হামলা, অভিযোগের তীর আওয়ামীলীগের দিকে
article_shoulder -> string (0) ""
$value[9]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[9]->article_hanger
article_summary -> UTF-8 string (415) "ফের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...
$value[9]->article_summary
ফের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই শিক্ষার্থী। এ হামলায় আওয়ামীলীগের লোকজনের জড়িত থাকার অভিযোগ উঠেছে।