সম্মাননা পেলেন কুমিল্লার দশ প্রবীণ শিক্ষক

প্রথমবারের মতো সরকারিভাবে শিক্ষক দিবস পালন
প্রথমবারের মতো সরকারিভাবে শিক্ষক দিবস পালন  © টিডিসি ফটো

শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু স্লোগানে কুমিল্লায় জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখায় বর্ণিল আয়োজনে প্রথমবারের মতো সরকারিভাবে শিক্ষক দিবস পালন করা হয়। এ সময় দশ জন শিক্ষককে ক্রেস্ট প্রদান এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে কবি কাজী কাদের নেওয়াজ এর কবিতা শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি আবৃত্তি করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, পুলিশ সুপার আব্দুল মান্নানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক-বর্তমান প্রধানরা। দিবসটি উদযাপনে কুমিল্লায় শোভাযাত্রা, আলোচনা সভা, সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

আরও পড়ুন: শিক্ষক দিবস আজ

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মঈন উদ্দিন। শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লায় দশজন প্রবীন শিক্ষককে সন্মাননা প্রদান করা হয়। তারা হলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী, প্রফেসর ড. এ কে এম আছাদুজ্জামান, ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমান মজুমদার ফটিক, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাফেজ ভূঁঞা, সদর দক্ষিণের চাঁদপুর জনতা স্কুল এন্ড কলেজের ইন্সটাক্টর পলাশ কান্তি মজুমদার, শহিদ মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রেখা দত্ত, ফরিদা বিদ্যায়তনের সাবেক সহকারী প্রধান শিক্ষক অনিমা মজুমদার, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার সাবেক প্রধান মুহাদ্দিস কাজী মু. আবদুর রাজ্জাক, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফয়সল, ওয়াইডব্লিউসিএ স্কুলের প্রধান শিক্ষক কলি চৌধুরী।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ উচ্চ মাধ্যমিক শাখা থেকে শুরু হয়ে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার কলেজ মিলনায়তনে এসে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence