হারতে হারতে জিতে লা লিগার কর্তৃত্ব জিইয়ে রাখল বার্সেলোনা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৭ PM

লা লিগায় বড় বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে বার্সেলোনা। ঘরের মাঠে সেল্টা ডি ভিগোর বিপক্ষে হারের শঙ্কায় পড়েছিল কাতালানরা। সমতায় ম্যাচটি শেষ হবে, এমনটাই মনে হচ্ছিল। তবে শেষ বাঁশির আগে পেনাল্টি থেকে গোলে জয় পেয়েছে হানসি ফ্লিকের দল। ৪-৩ গোলের এই জয় লা লিগার কর্তৃত্ব শক্ত হাতেই ধরে রেখেছে বার্সা।
শনিবার (১৯ এপ্রিল) ঘরের মাঠে তরুণ লামিনে ইয়ামালকে বিশ্রাম দিয়ে খেলতে নেমেছিল বার্সা। তার বদলি নামা ফেরান তোরেস ম্যাচের ১২তম মিনিটেই গোলের দেখা পেয়েছিলেন। তবে ১৩ মিনিট পরই লিড হারায় কাতালানরা। বার্সা গোলরক্ষক ভয়চেক সেজনির শিশুতোষ ভুলে সফরকারীদের সমতায় ফেরান সেল্টার ৩২ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার বোর্জা ইগনিসিয়াস।
বিরতি থেকে ফেরার পর জোড়া গোলে ৩-১ গোলের লিড এনে নেয় সেল্টা। ম্যাচের ৫২ ও ৬২তম মিনিটে বার্সার জালে বল পাঠিয়ে দেন ইগনিসিয়াস। তবে ২ মিনিট পর রাফিনিয়ার বাড়ানো বলে ব্যবধান কমান দানি অলমো। এরপর দলকে সমতায় ফেরান রাফিনিয়া।
সমতাতেই ম্যাচ শেষ হবার শঙ্কা ছিল। তবে ইনজুরি টাইমে অলমোকে ফাউল করে পেনাল্টির বাঁশি হজম করে লিগ টেবিলে সাতে থাকা সেল্টা। শট নিয়ে গোল করতে ভুল করেননি রাফিনিয়া। এই জয়ে একপ্রকার বার্সার হাতে উঠে গেল লা লিগা।
৩২ লিগ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট তুলেছে কাতালানরা। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ সমতায় থাকলে আগামী ১১ মে এল ক্লাসিকো হতে পারত শিরোপা নির্ধারণী ম্যাচ। আর সেল্টার বিপক্ষে হারলে শিরোপা লড়াইয়ে পিছিয়ে যেত বার্সা।