ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাবে যা বললেন আনচেলত্তি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৫, ০৯:০২ PM

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে ব্রাজিলের এমন দুর্দশা আগে কখনো দেখেনি ক্রীড়াপ্রেমীরা। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ার ধারাবাহিকতা বজায় রেখে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে লজ্জার পরাজয় দেখেছে সেলেসাওরা। সেই বিপর্যস্ত দশার পর ফের রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ পরিবর্তন গুঞ্জন উঠেছে।
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের বিদায়ের পর কে হবেন দলটির কোচ; এমন প্রশ্নে বেশকটি নাম আলোচিত হচ্ছে। এই তালিকায় সবার ওপরে রয়েছেন কার্লো আনচেলত্তির।
এর আগেও ইতালিয়ান এই মাইন্ডমাস্টারকে পাওয়ার দৌড়ে জোরেশোরে নেমেছিলেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ। এবার আরও একবার তার জন্য সিবিএফ প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। এবার নিজের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে ফের প্রশ্নের মুখোমুখি হয়েছেন আনচেলত্তি।
তার ভাষ্যমতে, ‘আমি ব্রাজিলের প্রশংসা করি। কিন্তু তাদের কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি, ফেডারেশন কিংবা আমি নিজেও কথা বলিনি, কারও সঙ্গে। আমার পুরো মনোযোগই এখন রিয়াল মাদ্রিদের প্রতি। একটি বিষয় পরিস্কার যে রিয়ালের সঙ্গে আমার চুক্তি আছে এবং তাদের হয়ে শিরোপা জেতায় ফোকাস রাখছি। আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে এখানে।’
ইতালিয়ান এই মাস্টারমাইন্ড বলেন, ‘ব্রাজিলের সমর্থক ও খেলোয়াড়দের জন্য আমার অনেক টান রয়েছে। ব্রাজিলকে কোচিং করানোর বিষয়ে রোনালদোর সঙ্গে আমার কথা হয়েছে, এমন কিছু স্মরণে নেই। আমাদের দেখা হয়েছিল এবং আমরা অনেক বিষয়ে কথা বলেছি, কিন্তু সেখানে এমন কিছু ছিল না।’