এসএসসি পাস: ছোট্ট দীঘি আর ছোট নেই

০৬ মে ২০১৯, ০৪:৫৩ PM

© সংগৃহীত

‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না? সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না। আমি কী তাহলে ভুল শুনেছি, কেমন লাগে বলো তো?’ বিজ্ঞাপনটি এখনো আমাদের চোখে ভাসে। বিজ্ঞাপনটির কথা মনে পড়লে আমাদের অনেকেরই গা শিউরে ওঠে।

এই একটি বিজ্ঞাপন করেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল আমাদের সবার প্রিয় ছোট্ট দীঘি। সেই ছোট্টবেলা থেকেই অনেক জনপ্রিয়তা আর ভালোবাসা পেয়েছেন দীঘি।

ছোট্ট দীঘি আর ছোট নেই। মাধ্যমিকের গন্ডি পার করলো সে। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল জনপ্রিয় এই ক্ষুদে তারকা। ফলাফলও হাতে এসে পৌছেছে । জানা গেল, চলতি বছরের এসএসসি পরীক্ষায় দীঘি ‘এ-মাইনাস’ পেয়েছে। খবরটি প্রথম জানিয়েছেন তার বাবা ও অভিনেতা সুব্রত বড়ুয়া।

সুব্রত বলেন, ‘দীঘি স্ট্যামফোর্ড স্কুল ও কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। আশানুরূপ ফলাফল হয়নি তার। জিপিএ-৩.৬১ পেয়েছে । এতেই আমরা খুশি। সামনে ভালো কলেজে ভর্তির চেষ্টা থাকবে।’

তিনি আরো বলেন, দীঘি তার ফলাফলে খুশি হতে পারেনি। আশা ছিল আরও ভালো কিছু হবে। তাই মন খারাপ করেই বসে আছে। প্রতিটি বিষয়ে ভালোই করেছে, তবে একটি বিষয়ে ফলাফল কিছুটা খারাপ হওয়ায় পয়েন্ট কমে গেছে।

চলচ্চিত্র পরিবারের সন্তান দীঘি। তার বাবা সুব্রত বড়ুয়া ও মা প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী দোয়েলের একমাত্র মেয়ে। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন।

আরো পড়ুন:এসএসসি’র ফল জানা হলো না মিমের

জিপিএ-৫ পাওনি তাকে কী? একদিন ১২ ডজন জিপিএ-৫ তোমার অফিসে থাকবে

ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
  • ০৪ জানুয়ারি ২০২৬
সিজিপিএ-৩.৯৮ পেয়ে স্নাতকে প্রথম হল সংসদের জিএস ও শিবির নেতা…
  • ০৪ জানুয়ারি ২০২৬
মনোনয়নপত্র যাচাই শেষে ইসির প্রাথমিক তালিকায় বৈধ প্রার্থী ১৮…
  • ০৪ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাক্ষাৎ
  • ০৪ জানুয়ারি ২০২৬
শীতের রাতে মোজা পরে ঘুমানো ভালো নাকি খারাপ, কী বলছেন বিশেষজ…
  • ০৪ জানুয়ারি ২০২৬
‘গুমের সংখ্যা চার থেকে ছয় হাজার হতে পারে’
  • ০৪ জানুয়ারি ২০২৬