সরানো হল ‘আয়েশা আদিত্য’ নাটক, ক্ষমা চাইলেন পরিচালক—কেন?

২৬ নভেম্বর ২০২৫, ১২:৩৭ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৩৭ PM
‘আয়েশা আদিত্য’ নাটকের দৃশ্য

‘আয়েশা আদিত্য’ নাটকের দৃশ্য © সংগৃহীত

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত নাটক ‘আয়েশা আদিত্য’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। বিতর্কের মুখে অবশেষে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে নাটকটি। একই সঙ্গে নাটকের অন্যতম অভিনেতা পার্থ শেখ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

নাটকের কাহিনিতে দেখা যায়, প্রভাবশালী রক্ষণশীল পরিবারের মুসলিম মেয়ে আয়েশা প্রেমে পড়েন এক হিন্দু যুবক আদিত্যের। পারিবারিক প্রতিবন্ধকতার মাঝে একসময় তাদের সম্পর্ক প্রকাশ পায়। এরপর এক সকালে নদীতে আদিত্যের মরদেহ পাওয়া যায়। এ ঘটনাকে ঘিরেই এগিয়েছে নাটকের ট্র্যাজিক প্লট।

নাটকে আয়েশা চরিত্রে অভিনয় করেছেন সাবরিন আজাদ এবং আদিত্য চরিত্রে ছিলেন পার্থ শেখ। নাটকটি পরিচালনা করেছেন সজীব খান। নাটকটি ইউটিউবে প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে একদল দর্শক এর বিরুদ্ধে সরব হন। তাদের অভিযোগ—এই নাটকের মাধ্যমে হিন্দু ছেলে ও মুসলিম মেয়ের সম্পর্ককে স্বাভাবিক ও গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। কেউ কেউ আবার এটিকে হিন্দু ধর্মের অবমাননা বলেও উল্লেখ করেছেন।

সমালোচনার প্রেক্ষিতে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হয়। এরপর পার্থ শেখ নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে লেখেন, “অভিনয় আমার পেশা। গল্পের চরিত্র ফুটিয়ে তোলাই আমার কাজ। ব্যক্তিগতভাবে আমি কখনও কাউকে অসম্মান করিনি। তবে চার বছর আগে একটি নাটকে এবং সম্প্রতি ‘আয়েশা আদিত্য’-তে অভিনয় করাটা অনুচিত ছিল। এজন্য আমি দুঃখিত এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এমন কোনো কাজে যুক্ত হব না যা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।”

 

ওই স্পেলটাই জীবনের সেরা, বিসিবির প্রস্তাব পেলে অবশ্যই করব :…
  • ০২ জানুয়ারি ২০২৬
আওয়ামী লীগ নেতা নানক পরিবারের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর…
  • ০২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড কাল
  • ০২ জানুয়ারি ২০২৬
‘চান্স প্লাস পড়ে ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, জানতাম না বইটির …
  • ০২ জানুয়ারি ২০২৬
বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তবে তৃণমূলের মতামত…
  • ০২ জানুয়ারি ২০২৬
ড্যাফোডিল গ্রুপের ঐতিহাসিক ঘোষণা: নিট মুনাফার এক-তৃতীয়াংশ জ…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!