রাহাত ফতেহ আলী খান কি কখনো বাংলা গান গেয়েছেন?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ PM
বাংলাদেশে এসেছেন আলোচিত প্লেব্যাক সিঙ্গার ও পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী খান। উর্দু ও হিন্দি গানের জন্য তার খ্যাতি জগৎজোড়া। বিশেষ করে বলিউডে হিন্দি গান গেয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। সুফি ঘরানার এই শিল্পী বাংলা ভাষার গানেও দিয়েছেন কণ্ঠ, পেয়েছেন বাঙালি শ্রোতার ভালোবাসা।
জানা গেছে, ২০১৯ সালে ‘তোমারই নাম লেখা’ শিরোনামে একটি বাংলা গান গেয়েছেন রাহাত ফতেহ আলী খান। তার গাওয়া গানটি লিখেছেন বাংলাদেশি গীতিকার রবিউল আউয়াল; সুর ও সংগীত করেছেন পাকিস্তানের সুরকার সালমান আশরাফ।
গানটি প্রসঙ্গে রবিউল আওয়াল বলেন, ‘এর আগেও আমার লেখা গান করেছিলেন সেলিম আশরাফ। এই গানটি রাহাত ফহেত আলী খান গাইবেন আমি জানতাম না। গানটি রিলিজ পাওয়ার পর পাঠিয়ে চমকে দিয়েছে সালমান আশরাফ।’
সালমান আশরাফের নিজস্ব ইউটিউব চ্যানেল প্রকাশ করা হয় গানটি। তারপর শ্রোতাদের কাছে রীতিমতো ভাইরাল হয় এটি।
প্রসঙ্গত, রাহাত ফতেহ আলী খান প্রাথমিকভাবে মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান গাইতেন। তিনি ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের ভাস্তে এবং ওস্তাদ ফররুখ ফতেহ আলী খান পুত্র। এছাড়াও তিনি পুরাণখ্যাত কাওয়ালি শিল্পী ফাতেহ আলী খানের নাতি। পাশাপাশি তিনি বলিউডের জনপ্রিয় একজন নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে সুপরিচিত।