‘৯ মাস ধরে বুবলির সঙ্গে যোগাযোগ নেই, এর মানে কী জনে জনে বুঝাতে হবে?’

শাকিব খান
শাকিব খান  © ফাইল ছবি

বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা বুবলির মাঝে এখন কোনো সম্পর্ক নেই। যে কোনো দিন হতে পারে বিবাহ বিচ্ছেদ। আর বিষয়টি এক স্বনামধন্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই। 

শাকিব খানের ভাষ্য মতে, 'মানুষ কি দেখে বোঝে না, আমাদের ২ জনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই! তাদের তো এমনিতেই বোঝা উচিত এই দূরত্বের কথা। ৯ মাস আগে সে (বুবলি) আমেরিকা থেকে আসার পর তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নেই আমার। এর মানেটা কী জনে জনে সবাইকে গিয়ে বুঝিয়ে আসতে হবে?'

তিনি বলেন, 'একসময় মানুষ আমাদের সম্পর্ক কোন পর্যায়ে আছে এমনিতেই জেনে যাবে। এটাতো এমনিতেই মানুষের বোঝা উচিত এই দূরত্বের কথা।'

তিনি আরও বলেন, 'বুবলির সন্তানের কথা কি আমি তাকে আড়াল করে রাখতে বলেছিলাম? নিজের ক্যারিয়ারের কথা ভেবে তিনি সেটা প্রকাশ করেননি। আমি তো তার মুখ বন্ধ রাখতে বলিনি। মাঝে নিজে অনেক কিছু করেছে সে। সব খবরই তো আসে আমার কানে। থাক সেইসব কথা।'

'আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না। আমার সন্তান শেহজাদ খান বীর বড় হচ্ছে। তার কথা ভেবে অনেক কিছু বলতে পারি না। আগামীতে আমার সন্তানের খারাপ কিছু হোক, সেটাও চাই না। আমার প্রিয় ২ সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের নিয়েই আগামীর পথে পাড়ি দিতে চাই', যোগ করেন শাকিব খান।

শাকিব খানের সঙ্গে শবনম বুবলির বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই। সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছে ২০২০ সালের ২১ মার্চ।

তবে শবনম বুবলি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলছেন, বিচ্ছেদ ও দূরত্বের খবর গুজব এবং তিনি সুখে সংসার করতে চান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence