চুয়েটে অনুষ্ঠিত ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্সের সমাপ্তি
- চুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৩:১২ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১, ০৪:৫৫ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স শেষ হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওই বিভাগের শিক্ষার্থী ওয়াসিফ সাদমান তানিম ও শায়লা শাহরিন স্নিগ্ধা।
১৩ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে ‘সিক্সথ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ানিং এন্ড রিনিউয়েবল এনার্জি (আইসিএমইআরই)’ শীর্ষক তিনদিনব্যাপী ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্সটি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
এতে বিদেশি মূল প্রবন্ধ উপস্থাপকদের হতে বক্তব্য রাখেন প্রফেসর ড. মাসজুকি বিন হাজি হাসান, প্রফেসর ড. মোহাম্মদ রাসুল, প্রফেসর ড. ফিরোজ আলম ও প্রফেসর এমেল তাবান।
কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর যন্ত্রকৌশল শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিগ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জোবায়ের, কেএসআরএম’র সাপ্লাই চেইনের সহকারী মহাব্যবস্থাপক জনাব প্রকৌশলী মো. মোস্তফা আনোয়ার খান ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (দক্ষিণ পূর্বাঞ্চল)-এর প্রধান প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক।
কনফারেন্সে অন্যান্যের মধ্যে অংশ নেন চুয়েটের সম্মানিত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম ও সহযোগী অধ্যাপক জনাব মো. আমিনুল ইসলাম।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া কনফারেন্সটি মোট ৫টি সেশনে অনুষ্ঠিত হয়েছে।