বশেফমুবিপ্রবিতে ভর্তির আবেদন শুরু, আবেদন ফি ৬৫০ টাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ০৩:৩৪ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২১, ০৮:২৭ AM
২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রতি ইউনিটের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬৫০ (সার্ভিস চার্জসহ) টাকা।
আজ রবিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://bsfmstu.ac.bd/admission/) গিয়ে আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
জানা যায়, শিক্ষার্থীদের দুর্দশা লাঘবের জন্য এবছর গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। ইতিমধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়েছে।
এদিকে, সম্প্রতি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) প্রথম বর্ষে ভর্তির আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য নিচের বিষয়গুলো ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে-
১) শুধুমাত্র গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষারর্থীরাই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে;
২) প্রত্যেক আবেদনকারীকে সংশ্লিষ্ট বিভাগসমূহের পছন্দক্রম সঠিকভাবে প্রদানসহ আবেদন করতে হবে;
৩) নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি (সার্ভিস চার্জসহ ৬৫০ টাকা) পরিশোধ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে;
৪) আবেদনের পর ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাতকারে উপস্থিত হতে হবে;
৫) সাক্ষাৎকারের পর ভর্তির জন্য চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ, প্রয়োজনীয় ভর্তি ফি প্রদান এবং মূল কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের সময়সীমা: শুরু ১৪ নভেম্বর দুপুর ২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তির আবেদন: এখানে ক্লিক করুন