করোনা © প্রতীকী ছবি
করোনাভাইরাসে গর্ভের সন্তানসহ সৈয়দা ইয়াছমুন্নাহার অনি নামের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক সাবেক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।
রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মহাখালীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন তার সহপাঠী স্বপন নুর সিদ্দিকী জানান, করোনা পজিটিভ হওয়ার ১৭তম দিনে মহাখালীর ইমপালস হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানাজা শেষে তাকে বাসাবোতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
অনির বাবার বাড়ি মৌলভীবাজার জেলায় এবং শ্বশুরবাড়ি ঢাকার বাসাবোতে। তার একটি ছেলে সন্তান রয়েছে।