অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদের শোক

© টিডিসি ফটো

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) স্বাধীনতা শিক্ষক পরিষদ।

সংগঠনের সভাপতি ড. মো মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এইচ এম মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়েছে।

শোক বার্তায় বলা হয়, বাঙালি জাতিসত্তার এক উজ্জ্বল নক্ষত্র, বুদ্ধিবৃত্তিক সমাজব্যবস্থা ও দেশের উচ্চশিক্ষা বিকাশের অন্যতম দিশারী বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক, ভাষাসংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনের অন্যতম সদস্য ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান স্যারের মৃত্যুতে নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদ গভীরভাবে শোকাহত।

শোক বার্তায় আরও বলা হয়, বিপুলা এই পৃথিবীতে তাঁর মতো নির্মোহ দৃষ্টিকোণ থেকে মহান মুক্তিসংগ্রামকে সাহিত্য-সমাজব্যবস্থায় ফুটিয়ে তোলার জন্য আর কেউ রইলো না। বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী পদক’, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ও ভারত সরকারের থেকে ‘পদ্মভূষণ’ পদকসহ অসংখ্য পুরস্কার প্রাপ্ত এই গুণীর প্রয়াণে আমরা হারালাম শিক্ষা বিকাশের অন্যতম বাতিঘর এক মহান শিক্ষককে। দেশ ও বিশ্বের এই ক্রান্তিকালে স্যারের চলে যাওয়া যে শূন্যতার সৃষ্টি করেছে তা অপূরণীয়।

শোকের এই ক্ষণে স্বাধীনতা শিক্ষক পরিষদ মহান এই কর্মবীরের জীবন ও কর্মকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রী হলে অব্যবস্থাপনা, চরম দুর্ভোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেবে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬