মুজিববর্ষ উপলক্ষে নোবিপ্রবিতে ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- নোবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৯ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৯ PM
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারী ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা ২০১৯-২০ এর উদ্ধোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ এর আয়োজন করে।
আজ বুধবার (৫ জানুয়ারি) নোবিপ্রবি অডিটোরিয়ামের সম্মুখ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার উল আলম এই টুর্নামেন্টের উদ্ধোধন ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, মানুষের ছোঁয়ায় খেলা হচ্ছে এমন একটি মাধ্যমে যার মধ্য দিয়ে ব্যক্তিজীবনে শৃঙ্খলা আনা যায়। শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতা খেলাধুলা থেকে শেখার কথা উল্লেখ করে এসময় তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরত্ব দেওয়ার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকাসহ অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ও বিভিন্ন বিভাগের পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে কবুতর উড়িয়ে মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন।
খেলা শুরুর আগে মাঠে গিয়ে উদ্ধোধনী ম্যাচের দুই বিভাগের খেলোয়াড়দের সাথে পরিচিত হন উপাচার্য। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার ড. আবুল হোসেন, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক ড. গাজী মো. মহসীন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।