ইউজিসির অভিন্ন নীতিমালা বাতিলের দাবি নোবিপ্রবি শিক্ষক সমিতির
- নোবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৩ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৩ PM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অভিন্ন শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি। মানববন্ধনে শিক্ষকরা ইউজিসির অভিন্ন নিয়োগ নীতিমালা বাতিল দাবি করেছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ এর দিকে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সহসভাপতি ড. নাহিদ আক্তার ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নীতিমালা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট/রিজেন্ট বোর্ড অনুমোদন করবে। এ ধরনের অভিন্ন নীতিমালা বিশ্বের কোথায়ও আছে বলে জানা নেই বলে মন্তব্য করেন তারা।