ছাত্র সংসদ চেয়ে অনশন, ২৪ ঘণ্টাও ইতিবাচক সাড়া মেলেনি মাভাবিপ্রবি প্রশাসনের

ছাত্র সংসদ চেয়ে অনশন
ছাত্র সংসদ চেয়ে অনশন  © টিডিসি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) প্রতিষ্ঠার দাবিতে টানা ২৪ ঘণ্টা ধরে অনশন করছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনশন শুরু করেন।

সাজুর দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ৯ দফার মধ্যে অন্যতম হলো দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ গঠন। এ লক্ষ্যে গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিপত্র জমা দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে ২ আগস্ট প্রশাসনের সঙ্গে বৈঠকে ১০ আগস্টের মধ্যে রিজেন্ট বোর্ডে প্রস্তাব পাশ করার আহ্বান জানানো হয়, তবে সেই সময়ও পেরিয়ে গেছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার প্রস্তাব রিজেন্ট বোর্ডে পাশ করতে হবে এবং ১৫ কর্মদিবসের মধ্যে গঠনতন্ত্র চূড়ান্ত করে তফসিল ঘোষণা সংক্রান্ত নোটিশ দিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান আইন অনুযায়ী ছাত্র সংসদের বিধান নেই। অনশনরত শিক্ষার্থীর দাবি নিয়ে আমরা শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টি আগামী রিজেন্ট বোর্ড সভায় আলোচনার জন্য উপস্থাপন করা হবে।’


সর্বশেষ সংবাদ