গোপালগঞ্জে জুলাইযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ

১৭ জুলাই ২০২৫, ০৭:০১ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৮ PM
 যবিপ্রবিতে বিক্ষোভ

যবিপ্রবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে আওয়ামী লীগ সমর্থিতদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘জুলাই বিপ্লব মঞ্চ’ এর আহ্বানে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহীদ মসিয়ূর রহমান হল (শ.ম.র) থেকে শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত করে তোলে পুরো ক্যাম্পাস। তাদের স্লোগান ছিল, "ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ", "গোপালগঞ্জের কি হাল, ছাত্রলীগের পাছা লাল", "হাসনাত-সারজিসের আর্তনাদ, গর্জে উঠুক প্রতিবাদ!", "আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না", "আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ", "রাজপথ ছাড়ি নাই, জুলাই-আগস্ট ভুলি নাই", "মুজিববাদ নিপাত যাক, বিপ্লবীরা মুক্তি পাক", "সমাবেশে হামলা করে, প্রশাসন কি করে?", "এই হামলা করলো কারা? আওয়ামী দোসর যারা"—ইত্যাদি।

জুলাই বিপ্লব মঞ্চের সভাপতি তপু ইসলাম বলেন, “রক্তক্ষয়ী জুলাই আন্দোলনের যারা প্রকৃত স্টেকহোল্ডার, আজ সন্ত্রাসী ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়েছে। অনতিবিলম্বে এই আওয়ামী জঙ্গীদেরকে গ্রেফতার করতে হবে। একই সাথে এই হামলা প্রমাণ করে  অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

আমরা দেখতে পাচ্ছি দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আজ ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এই ধারা চলতে থাকলে আমরা আরো কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব।”

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬