ঢাবির অধীনে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ  © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের মাধ্যমে আয়োজিত ভর্তি পরীক্ষা বাতিল করার দাবিতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের এক দফা দাবিতে বিক্ষোভ করেছেন তারা। এ ছাড়া আগামীকাল বুধবার কলেজের সামনে সড়ক ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন তারা।

গত ১৮ মে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার (২৩) চলমান শিক্ষাব্যবস্থাকে দায়ী করে আত্মহত্যা করেন। এ ঘটনার পর ২০ মে থেকে সব শিক্ষার্থী একাডেমিক কম্বাইন্ড সিস্টেম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। ঈদের পর ১৪ জুন প্রতিষ্ঠান খোলা হলেও পাঠ ও পরীক্ষা কার্যক্রমে অংশ নেননি শিক্ষার্থীরা। ২৪ জুন থেকে প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় বন্ধ রয়েছে প্রশাসনকি কার্যক্রমও। শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় ৫ জুলাই থেকে বিআইটি গঠনের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস এলাকায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কলেজের শহীদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বিআইটির আদলে স্বতন্ত্রতা নিশ্চিত করার এক দফা দাবি জানিয়ে শিক্ষার্থীরা স্লোগান দেয়। শিক্ষার্থীরা কলেজের সামনের ময়মনসিংহ-টাঙ্গাইল, রহমতপুর-দিঘারকান্দা পাইবাস সড়কে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থী আল আমিন হ্যান্ডমাইক দিয়ে এলাকাবাসীর উদ্দেশে ঘোষণা করেন, ‘বিআইটি গঠনের দাবিতে দুই মাস ধরে আন্দোলন করে এলেও ওপর মহল আমাদের দাবিকে কর্ণপাত করছে না। আমরা ওপর মহলকে কঠোর কর্মসূচির কথা জানিয়েছিলাম। এরই অংশ হিসেবে আগামীকাল থেকে আমরা কঠোর কর্মসূচিতে যাচ্ছি। আগামীকাল থেকে রহমতপুর বাইপাস মোড় টোটালি ব্লকেড থাকবে। এখান দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারবে না। আশা করছি, এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে এই আন্দোলন পরিপূর্ণ করবেন।’

শিক্ষার্থীদের বিবৃতি
চলমান আন্দোলন ঘিরে আজ শিক্ষার্থীরা একটি বিবৃতি দিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, গত ২০ মে থেকে সরকারি তিনটি ইঞ্জিনিয়ারিং কলেজের (ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল) সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম ও সব পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয়। দীর্ঘদিন অচলাবস্থার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ সরকারি কলেজগুলোর ন্যায্য দাবির প্রতি সম্পূর্ণ উদাসীন থেকে একতরফাভাবে প্রাইভেট ইনস্টিটিউট ও কলেজগুলোতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিয়ে কার্যক্রম সম্পন্ন করেছে। এ পদক্ষেপ প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে উদ্দেশ্যমূলকভাবে উপেক্ষা করে চলছে এবং কেবল প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকেই অগ্রাধিকার দিয়ে নীতি প্রণয়ন করছে। এই বাস্তবতায় সরকারি তিনটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানাচ্ছে, তারা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অংশ হতে আগ্রহী নয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের মাধ্যমে আয়োজিত ভর্তি পরীক্ষা এই তিনটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য বাতিল ঘোষণা করা হলো। এই শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের মাধ্যমে কেউ এই তিনটি কলেজে ভর্তি হতে পারবে না। আমাদের সুস্পষ্ট দাবি, সরকারি তিনটি ইঞ্জিনিয়ারিং কলেজকে বিআইটির আওতায় এনে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা গ্রহণ করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করতে হবে। এর পূর্বে উক্ত কলেজসমূহে কোনো প্রকার ভর্তি কার্যক্রম চালানো যাবে না।’

এ বিষয়ে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘চলমান সমস্যা নিয়ে গতকাল সোমবার কারিগরি শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক আহ্বানে আমাদের একটি সভা হয়। সেখানে শিক্ষার্থীদের দাবিগুলোর প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছেন, তা বাস্তবায়ণ সময়সাপেক্ষ বিষয় এবং সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়। সরকারের একান্ত দৃষ্টিতে বিষয়টি আসতে হবে এবং এতে সময় লাগবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence