যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯৮ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা

২৫ জুন ২০২৫, ০৩:২৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৬ PM
উপাচার্যের কাছে বাজেটের সারাংশ তুলে দেওয়া হচ্ছে

উপাচার্যের কাছে বাজেটের সারাংশ তুলে দেওয়া হচ্ছে © টিডিসি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরে ৯৮ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ৯২ কোটি ৪৩ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৬ কোটি ১০ লাখ টাকা আয় ধরা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৭তম বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বাজেট উত্থাপন করেন। 

বাজেট উত্থাপন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বরাদ্দের বিষয়ে রিজেন্ট বোর্ডের সদস্যরা তাদের মতামত ও সুপারিশ দেন। পরে তা রিজেন্ট বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একই সঙ্গে রিজেন্ট বোর্ডে ২০২৪-২৫ অর্থ বছরে সরকারী বরাদ্দের ভিত্তিতে ৮৯ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। রিজেন্ট বোর্ডের সদস্যদের অনেকে ভার্চুয়ালি এবং সশরীরে অংশ নেন।

অধ্যাপক ড. হোসেন আল মামুন বাজেট বক্তব্যে বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নির্ধারিত আয় ও ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে উল্লেখযোগ্য বরাদ্দসমূহের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে গবেষণা খাতে ৪ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় গবেষণায় অবদান রাখার পরিপ্রেক্ষিতে এই ধারা অব্যাহত রাখার স্বার্থে সরকারকে আরও বাজেট বৃদ্ধিতে অনুরোধ করেছে।

আরও পড়ুন: অভ্যুত্থান-পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়: আলোচনায় ১০ মাসে ১৬ উদ্যোগ

তিনি বলেন, ২০০৮-০৯ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বাজেটের আকার ১ কোটি ২৩ লাখ টাকা ছিল। সেখান থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের পরিধি বাড়ার সাথে সাথে বাজেট বৃদ্ধি পেয়ে ২০২৫-২৬ অর্থবছরে দাঁড়িয়েছে ৯৮ কোটি ৫৩ লাখ টাকা, যা বিগত ১৮ বছরে ৮০ দশমিক ১১ গুণ বৃদ্ধি পেয়েছে।

বাজেট অনুমোদন শেষে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও কাজের পরিধি বৃদ্ধির সাথে সাথে ২০২৫-২৬ অর্থবছরে বাজেট বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রায় সব কাজ স্বচ্ছ ও নির্ভুলভাবে প্রায় সম্পন্নের পথে। এই প্রসাশন আগামীতেও স্বচ্ছতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে কাজ করে যাবে। তিনি বাজেট প্রস্তুতের সঙ্গে সংশ্লিষ্ট পরিচালক (হিসাব)-এর দপ্তরসহ সবাইকে রিজেন্ট বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

যবিপ্রবির উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি (ভার্চুয়ালি), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম (ভার্চুয়ালি), বিসিএসআইআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হোসেন সোহরাব (ভার্চুয়ালি), খাগড়াছড়ি পার্বত্য জেলা পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. মো: আলতাফ হোসেন (ভার্চুয়ালি), ঢাকা বিশ্ববিদ্যালয় নিউরো সায়েন্স রিসার্স সেন্টারের কাউন্সিল মেম্বার অধ্যাপক ড. মাহমুদ হোসেন (ভার্চুয়ালি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক (অব.) ও যবিপ্রবির সাবেক উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার,  যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম।

আরও পড়ুন: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

এ ছাড়া উপস্থিত ছিলেন যবিপ্রবি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসা. আফরোজা খাতুন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আব্দুল কাদের, যশোর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এইচ এম আহসান হাবীব, রিজেন্ট বোর্ডের সচিব ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন প্রমুখ।

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে জাম…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9