কুয়েটে ভিসির প্রতীকী গদি জ্বালানি কর্মসূচির ঘোষণা

কুয়েটে ভিসির প্রতীকী গদি জ্বালানি কর্মসূচির ঘোষণা
কুয়েটে ভিসির প্রতীকী গদি জ্বালানি কর্মসূচির ঘোষণা  © সম্পাদিত

প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণ দাবিতে ‘প্রটেস্ট ডাই ইন’ ও উপাচার্যের গদি পুড়ানো কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেল ৫ টায় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এই কর্মসূচি পালন করা হবে। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ মুজাহিদ। 

তিনি জানান, আবাসিক হলগুলোতে আমরা অবস্থান নিয়েছি। উপাচার্যের অপসারণই আমাদের শেষ কথা। আজ বিকেলে আমরা গাজার ফিলিস্তিনের সাংবাদিকদের মৃত্যুর ঘটনায় ফ্রান্সের ডাই ইন কর্মসূচির আদলে আমরা মাটিতে শুয়ে এই কর্মসূচি পালন করব এবং উপাচার্যের প্রতীকী গদি জ্বালানো হবে। 

তিনি আরও জানান, আমাদের নামে অভিযোগ করার জন্য শিক্ষক সমিতির আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। 

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন জানান, আন্দোলনের বিষয়ে আমার আমি কিছু জানি না। তারা প্রতিদিনই আন্দোলন করছে। আমরা প্রশাসনকে জানিয়েছি তাদের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা ক্লাসে ফেরে যাব না। ২ তারিখের আগে যদি প্রশাসন বিচার করে, তাহলে আমরা দুই তারিখই ক্লাসে ফিরে যাব। 

এদিকে গত ১৩ এপ্রিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে 'লং মার্চ টু কুয়েট' কর্মসূচির মধ্যদিয়ে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। পরের দুইদিন খোলা আকাশের নিচে অবস্থান করার পর ১৫ এপ্রিল আবাসিক হলের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ৩৭ শিক্ষার্থী বহিষ্কার ঘোষণার পর থেকে উপাচার্যের অপসারণের একদফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা। তারই ধারাবাহিকতায় এই কর্মসূচি তারা পালন করছেন বলে জানা গেছে। 


সর্বশেষ সংবাদ