ইন্টারনেট ছাড়াই কাজ করবে গুগলের নতুন এআই অ্যাপ

গুগল এআই
গুগল এআই  © সংগৃহীত

বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল সম্প্রতি লঞ্চ করেছে ‘এআই এজ গ্যালারি’ নামে একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ, যা স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করবে। ডিভাইসভিত্তিক এই অ্যাপ ব্যবহারে এআইয়ের গতি, নিরাপত্তা ও প্রাইভেসি নিশ্চিত হবে বলে মনে করছে গুগল।

ইন্টারনেট ছাড়াই এই অ্যাপ কাজ করতে পারায় ডেটা ক্লাউড সার্ভার থেকে তথ্য টানার প্রয়োজন নেই, ফলে তথ্যের গোপনীয়তা রক্ষা পাবে এবং সার্ভারের সাড়া পাওয়ার জন্য অপেক্ষাও করতে হবে না।

অ্যাপটির কেন্দ্রে রয়েছে গুগলের নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল ‘জেমিনি ৩–১বি’, যার আকার মাত্র ৫২৯ মেগাবাইট। এই মডেল প্রতি সেকেন্ডে ২,৫৮৫টি টোকেন প্রক্রিয়াজাত করতে সক্ষম। এর ফলে দ্রুত টেক্সট তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ এবং মেসেজিং অ্যাপে স্মার্ট রিপ্লাইয়ের মতো কাজ করা যাবে।

অ্যাপটি গুগলের ‘এআই এজ’ প্ল্যাটফর্মে তৈরি, যেখানে ব্যবহৃত হয়েছে টেনসরফ্লো লাইট ও মিডিয়াপাইপ প্রযুক্তি। এসব প্রযুক্তি ফোনের হার্ডওয়্যার অনুযায়ী এআই পারফরম্যান্স অপটিমাইজ করতে সাহায্য করে।

তবে গুগলের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, পারফরম্যান্স ডিভাইস অনুযায়ী ভিন্ন হতে পারে। পুরোনো বা কম শক্তিশালী ফোনে বড় মডেল চালানো কঠিন হতে পারে, তাই সেসব ক্ষেত্রে হালকা ভার্সন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যাপে দুটি প্রধান ফিচার যুক্ত করা হয়েছে—‘এআই চ্যাট’ ও ‘আস্ক ইমেজ’, যা লেখা ও ছবির ভিত্তিতে ব্যবহারকারীদের সহায়তা করবে। পাশাপাশি রয়েছে ‘প্রম্পট ল্যাব’ নামে একটি বিশেষ অংশ, যেখানে ব্যবহারকারী একক প্রশ্ন দিয়ে মডেলের প্রতিক্রিয়া পরখ করতে পারবেন। এতে রেডিমেড প্রম্পট ও রেসপন্স সেটিংসও রয়েছে।

গুগল জানিয়েছে, অ্যাপটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ‘আলফা’ সংস্করণ হিসেবে উন্মুক্ত করা হয়েছে। এটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং অ্যাপাচি ২.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত, ফলে ব্যবহারকারীরা চাইলে এতে পরিবর্তন আনা বা বাণিজ্যিকভাবে ব্যবহার করতেও পারবেন। খুব শিগগিরই আইফোনের জন্য অ্যাপটির আইওএস সংস্করণও উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল।


সর্বশেষ সংবাদ