যবিপ্রবিতে পরীক্ষা না দিয়ে শিক্ষার্থী পাস, তদন্ত কমিটি গঠন 

  © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মার্কেটিং বিভাগের এমবিএ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করলেও তাকে উত্তীর্ণ করার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ০৯ মার্চ গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর আজ বুধবার (১২ মার্চ) এ তদন্ত কমিটি গঠন করা হয়। যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটিতে যবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য ও প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আমিনুল হক কে সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম নূর আলম কে সদস্য করা হয়েছে। 

উল্লেখ্য, যবিপ্রবি মার্কেটিং বিভাগের এমবিএ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করলেও তাকে উত্তীর্ণ করার অভিযোগ উঠে। ঐ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি মর্মে স্বীকারোক্তি দিলেও সংশ্লিষ্ট বিভাগ তাকে পাশ দেখিয়ে ফলাফল প্রকাশ করে। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণের উপস্থিতি পত্রে তার স্বাক্ষর না থাকলেও বিভাগ থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো পত্রে তাকে উপস্থিতি দেখানো হয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ ঘটনা সামনে আসে।


সর্বশেষ সংবাদ