শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘আইইউটি’র শিক্ষকরা

  © টিডিসি ফটো

গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)’ এর শিক্ষক ও কর্মচারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের ক্যাম্পাসে একটি মিছিল বের করেছেন তারা। তাদের কর্মসূচির মধ্যে ছিল মিছিল, সমাবেশ ও দোয়া।

জানা গেছে, জুমার নামাজের পর আইইউটি ফাইভ পিলারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিল শেষে একটি সম্মিলিত বক্তব্য প্রদান করেন শিক্ষকরা। এসময় তালা কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতে হতাহতের ঘটনায় বিচার দাবি করে।

এসময় তারা জানান, আমরা ইতিমধ্যেই আইইউটি’র চ্যান্সেলরকে (ওআইসি মহাসচিব) বাংলাদেশে ছাত্র সম্প্রদায়ের বর্তমান অস্থিরতার বিষয়ে অবহিত করেছি এবং তার অধিকারাধীন হস্তক্ষেপের জন্য অনুরোধ করেছি।

এসময় সমাবেশে সম্মিলিত বক্তব্যে বলা হয়, আমরা, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সাধারণ শিক্ষক ও কর্মচারী, যা অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সকল ছাত্রের প্রতি আমাদের অবিচল সংহতি প্রকাশ করছি। দেশের বিভিন্ন স্থানে নিরীহ ও শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকারীদের ও সাধারণ নাগরিকদের শত শত মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এই আন্দোলনের সময় ছড়িয়ে পড়া সংঘর্ষে আহত হওয়া হাজার হাজার আন্দোলনকারী ও সাধারণ নাগরিকদের নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

“আমরা আমাদেরসহ নাগরিকদের দাবির সাথে একত্রিত হচ্ছি এবং ন্যায্য, নিরপেক্ষ এবং স্বচ্ছ বিচারের জন্য সকলের দাবিকে প্রতিধ্বনিত করছি এবং এই নৃশংস কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের দ্রুত বিচার দাবি করছি। আইইউটি-এর মেধাবী ও প্রতিশ্রুতিশীল প্রাক্তন ছাত্র জাহিদুজ্জামান তানভিনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই ধ্বংসাত্মক ঘটনার প্রেক্ষিতে আমরা তাঁর হত্যাকারীদের দ্রুত ও ন্যায়সঙ্গত শাস্তির দাবি করছি। আল্লাহ তাঁকে শহীদ হিসেবে কবুল করুন এবং তাঁর পরিবার ও প্রিয়জনদের ধৈর্য ও শক্তি দান করুন।”

এতে আরও বলা হয়, আমরা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের তীব্র বিরোধিতা করছি। দেশের সর্বত্র ছাত্র, সাধারণ নাগরিক, শিক্ষাবিদ এবং তাদের পরিবারের ওপর অসাংবিধানিক ও অবৈধ দমন-পীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। গণতন্ত্র জনগণের মধ্যে ভীতি প্রদর্শন সহ্য করে না, এবং আমরা আমাদের বাকস্বাধীনতার সুরক্ষার দাবি জানাচ্ছি, তা আমাদের রাজনৈতিক অবস্থান, সামাজিক মর্যাদা বা পটভূমি যাই হোক না কেন। আমরা সকল সচেতন নাগরিক, ছাত্র, অভিভাবক এবং বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান জানাই যে, আমাদের দেশের সাংবিধানিক অধিকার এবং নাগরিক অধিকার রক্ষার জন্য একত্রিত হোন। আমরা ৩১ আগস্ট, ২০২৪ তারিখে চলমান ছাত্র দমন-পীড়নের অংশ হিসেবে পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত এমপিই বিভাগের ছাত্র আইডি নম্বর ২১০০১২১২৯ এর মো. আব্দুর মুহাইমিনের গ্রেপ্তারের ঘটনাটি তীব্র নিন্দা জানাই। তাঁর বিরুদ্ধে সকল অভিযোগ খারিজ করে তাঁকে অবিলম্বে পূর্ণ ক্ষমা দেওয়ার দাবি জানাচ্ছি।

“আমরা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাই যে, আমাদের সাথে একযোগে তাদের সম্মিলিত কণ্ঠস্বর তুলে ধরুন যাতে ক্যাম্পাসের পরিবেশ নিরাপদ ও সুরক্ষিত রাখা যায় এবং ছাত্ররা কোনো প্রকার প্রতিহিংসার ভয় ছাড়া তাদের ক্লাস ও হলগুলোতে ফিরে যেতে পারে।”

“আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন এই দেশের ইতিহাসের এই অন্ধকার পর্বটি দ্রুত সমাধান হয়, যাতে আমরা একটি জাতি হিসেবে এগিয়ে যেতে পারি এবং বিশ্বের জন্য একটি উদাহরণ স্থাপন করতে পারি।”


সর্বশেষ সংবাদ