শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বয়কটের ডাক শাবিপ্রবির ২৮ বিভাগের 

কোটা সংস্কার আন্দোলনে শাবিপ্রবি শিক্ষার্থীরা
কোটা সংস্কার আন্দোলনে শাবিপ্রবি শিক্ষার্থীরা  © ফাইল ছবি

দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে বয়কটের ডাক দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৮ বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং শাবিপ্রবিসহ সারাদেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের প্রত্যেক ব্যাচে তাদের ক্লাস প্রতিনিধির (সিআর) মাধ্যমে নোটিশ গ্রুপে ঘোষণা দেওয়া হয়। ঘোষণাপত্রে  বলা হয়, ‘আমাদের ব্যাচের কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অংশগ্রহণ করে, তাহলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে ও তাদেরকে ক্লাস এবং ব্যাচের সামগ্রিক যেকোনো প্রকার কাজ হতে অবাঞ্ছিত ঘোষণা করব।’

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, আজকে সারাদেশে যা ঘটছে, তা আমি একজন সুস্থ মস্তিষ্কের শিক্ষার্থী হিসেবে বিবেকের কাছে মেনে নিতে পারছি না। আমার ভাইয়েরা তাদের ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ মিছিল মিটিং করে যাচ্ছে। সেখানে ছাত্রলীগ যেভাবে রক্ত ঝরাচ্ছে তার প্রতিবাদে আমরা এ বয়কটের ডাক দিয়েছি।’

আরো পড়ুন: কুড়িল বিশ্বরোড অবরোধ করে নর্থ সাউথ এবং আইইউবি শিক্ষার্থীদের অবস্থান

তিনি বলেন, ‘আমাদের ব্যাচে সুস্পষ্ট জানিয়ে দিয়েছি, যদি কেউ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত হয় আর সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে তাকে সারা জীবনের জন্য ব্যাচ থেকে অবাঞ্চিত ঘোষণা করা হবে।’ 


সর্বশেষ সংবাদ