পাঁচ বছর পর অনুষ্ঠিত হচ্ছে পাবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন

পাবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন
পাবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন  © টিডিসি ফটো

দীর্ঘ পাঁচ বছর পর উৎসবমুখর পরিবেশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন শুরু হয়েছে। এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ১৩২ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাব বিল্ডিংয়ে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বেলা ২টা পর্যন্ত। যেখানে ১৫টি পদের বিপরীতে নির্বাচন করছেন ৩০ জন প্রার্থী। 

সবশেষ ২০১৯ সালের নির্বাচনের পর এবারের নির্বাচনে শিক্ষকরা দু’টি প্যানেলে  নির্বাচনে অংশ নিচ্ছেন। যেখানে বঙ্গবন্ধুর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণাকারী প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত ব্যানারে "অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম-অধ্যাপক ড. শামীম রেজা পরিষদ" এবং বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী  প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত ব্যানারে "জয়- আব্দুর রহিম পরিষদ" নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচনে "অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম-অধ্যাপক ড. শামীম রেজা পরিষদ"থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা, সহ-সভাপতি পদে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো: আনোয়ার হোসেন  ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ব্যাবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এ প্যানেলের কোষাধ্যক্ষ প্রার্থী ব্যাবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম।  নির্বাহী সদস্যের ১০টি পদে নির্বাচন করছেন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, ড. মো: ওমর ফারুক, ড. সমীরন কুমার সাহা, ড. জিন্নাত রেহানা, ড. মো: একরামুল ইসলাম,  ড. মো: আসফাকুর রহমান রুপক, রাশেদ মাহমুদ, খন্দকার আরিফুজ্জামান, মো: আরিফুল ইসলাম, মোছা: রাহেনা বেগম।

অন্যদিকে "জয়- আব্দুর রহিম পরিষদ" থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: আওয়াল কবির জয় এবং সাধারণ সম্পাদক পদে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুর রহিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সহ-সভাপতি পদে ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শরিফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাহমিনা তাসনিম নাহার ও কোষাধ্যক্ষ পদে গনিত বিভাগের অধ্যাপক ড. মো: নূর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলের নির্বাহী সদস্য প্রার্থীরা হলেন-  ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, ড. মো: আশরাফুল ইসলাম, ড. মো: নাজমুল হোসেন, ড. মো: শাহাজান আলী, ড. এ.এইচ.এম ইফতেখার উল ফেরদৌস, বিজয় দাশ গুপ্ত, মো: কামরুল হাসান কনক, শায়লা আকতার, মোসা: খাদিজাতুল কোবরা, মো: আসলাম হোসেন।   

এবারের শিক্ষক সমিতি নির্বাচনে ভোট গ্রহণের সার্বিক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও গনিত বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। ভোট গণনা শেষে বিকালে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

 

সর্বশেষ সংবাদ