মাভাবিপ্রবিতে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মাভাবিপ্রবিতে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মাভাবিপ্রবিতে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামকে নিয়ে ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সেইসঙ্গে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। 

May be an image of 14 people

এছাড়া এদিন ভোরে প্রশাসনিক ভবনের সামনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণসহ বিশ্ববিদ্যালয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১ টায় ক্যাম্পাসস্থ মন্দিরে প্রার্থনা করা হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence