যবিপ্রবিতে আসন ফাঁকা ৬৮৫

১১ নভেম্বর ২০২২, ০৫:০৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি চলছে। প্রথম মেধাতালিকায় চান্সপ্রাপ্তদের মধ্যে গতকাল পর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে যবিপ্রবিতে মোট আসন রয়েছে ৯৩৫টি। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি হয়েছে ২৫০ জন। সে হিসাবে প্রথম মেধাতালিকায় এখনো ৬৮৫টি আসন ফাঁকা রয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) বিকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, প্রথম মেধাতালিকা হিসাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ ভালোই শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হবে তৃতীয় মেধাতালিকায়। দ্বিতীয় মেধাতালিকা শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

জানা গেছে,  এবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে। বিশ্ববিদ্যালয়টিতে আবেদন কম হওয়ায় ইউনিট ভিত্তিক তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।

নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্বমিত্র চাকমাকে শোকজ করল ঢাবি প্রশাসন
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
সংসার থাকা মা-বোনরাই পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬