শ্বশুর বাড়ি বেড়াতে এসে বিশ্ববিদ্যালয়ের হলে চুরি

আবাসিক হলে চুরির পর বেরিয়ে যাচ্ছে চোর
আবাসিক হলে চুরির পর বেরিয়ে যাচ্ছে চোর  © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালাম আবাসিক হলে চুরির ঘটনায় অভিযুক্ত চোরকে আটক করা হয়েছে। অভিযুক্ত চোর নোয়াখালীতে শশুর বাড়ি বেড়াতে এসে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ডুকে শিক্ষার্থীদের দুটি ল্যাপটপ এবং টাকা হাতিয়ে নেয় বলে জানা গেছে।

আবাসিক হলের শিক্ষার্থীরা জানিয়েছেন, গত শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় সালাম হলের চতুর্থ তলার ৪০৩ নম্বর কক্ষ হতে আলমারি খুলে ২টি ল্যাপটপ ও নগদ ১৬ হাজার টাকা নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নোয়াখালীর সুধারাম থানায় একটি মামলা করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন রনি জানান, জুমার নামাজের সময় আমরা রুমে তালা দিয়ে নামাজে যাই; নামাজ থেকে ফিরে এসে দেখি রুমে থাকা ২টি ল্যাপটপ ও টাকা চুরি হয়ে গেছে।

চুরির ঘটনার দুদিন পর গতকাল রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় লোকজন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সহযোগিতায় অভিযুক্ত চোরকে বিশ্ববিদ্যালয়ের পাশে ভাটিরটেক চৌরাস্তা থেকে আটক করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাসে নিয়ে এসে পুলিশ প্রশাসনকে খবর দেয়।

আরও পড়ুন: ফোন কেড়ে নিয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা খাবারের ছবি মুছে দিল ছাত্রলীগ

আটক চোরকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার পর রাতভর শিক্ষার্থীদের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী, প্রক্টরিয়াল বডি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা দীর্ঘ তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সুধারাম থানার পুলিশের নিকট সোপর্দ করে।

জিজ্ঞসাবাদে শিক্ষার্থীদের হাতে আটক চোর চুরির বিষয়টি স্বীকার করে জানান, তার বাড়ি খুলনা৷ চট্টগ্রামে তিনি চাকরি করেন। নোয়াখালীর ভাটিরটেক চৌরাস্তায় তার শ্বশুর বাড়ি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, অভিযুক্ত ব্যক্তিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় শিক্ষার্থীদের হাত উদ্ধার করতে সক্ষম হই। কোনো ধরনের অনাকাঙিক্ষত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে আমরা সতর্ক ছিলাম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence