এইচএসসি পরীক্ষা হতে পারে নভেম্বরে 

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী  © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (১৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সাধারণত এসএসসি পরীক্ষার ২ মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসএসসি পরীক্ষার দেড় মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হবে। সে হিসেবে নভেম্বর মাসে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে তিনি বলেন, সিলেটে বন্যার কারণে এসএসসি পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছিল। বর্তমানে বন্যার সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে। ফলে আগামী সেপ্টেম্বর মাসে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হবে। শিক্ষাবোর্ডগুলো সেভাবেই রুটিন তৈরি করবে।

ডা. দীপু মনি আরও বলেন, আমরা আশা করছি এ মাসের শেষ নাগাদ আশ্রয় কেন্দ্রগুলোকে পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী করা হবে। কিছু এলাকায় বন্যার পানিতে শিক্ষার্থীদের বই-পুস্তক নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যে তাদের সংখ্যা নিরূপণ করা হয়ে গেছে। আশা করছি, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে নতুন বই বিতরণ করতে পারব।


সর্বশেষ সংবাদ