শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে মন্ত্রণালয়ের সভা আজ

শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে আজ সভায় বসছে মন্ত্রণালয়
শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে আজ সভায় বসছে মন্ত্রণালয়  © ফাইল ফটো

নতুন শিক্ষা আইন করতে খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটির সভায় এটি চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা রয়েছে। বুধবার এ তথ্য গণমাধ্যমকে জানান শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন) খালেদা আক্তার।

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী দীপু মনির নেতৃত্বে এ সংক্রান্ত কমিটির সভা রয়েছে। আশা করছি, সভায় আইনটির খসড়া চূড়ান্ত করে আমরা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেব। পরে বিধি অনুযায়ী কার্যক্রম শুরু হবে।’

আরো পড়ুন: দ্বিতীয় ধাপে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা যে জেলা-উপজেলায়

এর আগে গত ২৪ জানুয়ারি শিক্ষামন্ত্রী এক আলোচনা সভায় বলেন, শিক্ষা আইন চূড়ান্ত করার কাজ শেষের দিকে। কমিটি আইনটি পর্যালোচনা করেছে। শিগগিরই আইনের খসড়া সংসদে উঠবে। শিক্ষার কাঠামো ঠিক রাখা, অসংগতি-অনিয়ম দূর করার জন্য দীর্ঘদিনের প্রত্যাশা শিক্ষা আইন।

জানা গেছে, মন্ত্রিসভার বৈঠকের পর কিছু পরিবর্তন-পরিমার্জন করে সংসদে পাঠানো হবে আইনটি।


সর্বশেষ সংবাদ