সংক্ষিপ্ত সিলেবাসেই হবে এসএসসি-এইচএসসি

১০ জানুয়ারি ২০২২, ১২:৩৫ PM
এসএসসি-এইচএসসি

এসএসসি-এইচএসসি © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, আগামী এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। তবে কখন হবে নির্দিষ্ট করে এখনই বলা সম্ভব হচ্ছে না। আমাদের পরিকল্পনা আছে বছরের মাঝামাঝিতে পরীক্ষা নেয়ার। করোনা পরিস্থিতির ওপর সব নির্ভর করবে।

আজ সোমবার (১০ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, ২০২০ সালে এসএসসি নিতে পেরেছি। এইচএসসি পারিনি। ২০২১ সালেও নিতে পারবো কি পারবো না এমন অবস্থা ছিলো। আমরা বলেছিলাম, বছরের শেষে হলেও পরীক্ষা নেবো। পরিস্থিতি আমাদের পক্ষে ছিলো। আমরা নিতে পেরেছি।

২০২২ সালেও পাবলিক পরীক্ষাগুলো নিতে চাই জানিয়ে মন্ত্রী বলেন, সময়মতো হবে না। খুব স্বাভাবিক। যারা পরীক্ষা দেবে তারা ক্লাস করতে পারেনি। ক্লাস করিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে বছরের মাঝামাঝিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত আছে। কোনো সুনির্দিষ্ট তারিখ দেয়া সম্ভব না। ক্লাস চলতে থাকবে। যখন মনে করবো এখন পরীক্ষা নেয়া যাবে তখন নিবো। কয়েক মাস আগে হয়তো জানিয়ে দিতে পারবো না। ২ থেকে ৩ মাস আগে পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে। সব বিষয়ে পরীক্ষা হবে কিনা সেটা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক
  • ০৫ জানুয়ারি ২০২৬
শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আজ সূর্যের আলো দেখা যাবে কিনা জানা…
  • ০৫ জানুয়ারি ২০২৬
চবির ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৫ …
  • ০৫ জানুয়ারি ২০২৬
দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
  • ০৫ জানুয়ারি ২০২৬
ভোররাতে ভূমিকম্পে কাঁপলো সিলেট
  • ০৫ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের বিপথগামী করা মাদক সিন্ডিকেট নির্মূলে শক্ত ভূম…
  • ০৫ জানুয়ারি ২০২৬