এমপিও নীতিমালা সংশোধন চূড়ান্ত পর্যায়ে: শিক্ষামন্ত্রী

০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৯ PM

© ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা সংশোধন শিগগরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, নীতিমালায় যে অসঙ্গতি রয়েছে তা নিরসেনের জন্য কাজ করা হচ্ছে। এতে শিক্ষকদের চলমান সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের কল্যাণে যা কিছু প্রয়োজন সরকার তাই করে যাচ্ছে এবং করে যাবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনলাইনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধনের ষষ্ঠতম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বকলে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) মমিনুর রশিদ আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

এছাড়াও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধনে গঠিত কমিটির সদস্যবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যয় ও ঢাকা শিক্ষা বোর্ডের প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে নীতিমালা সংশোধন প্রায় চূড়ান্ত পর্যায়ে আনা হয়েছে। পরবর্তী বৈঠকে সংশোধিত নীতিমালার খসড়া চূড়ান্ত হতে পারে।

আজকের সভায় এমপিও প্রদানের ক্ষেত্রে শহর ও গ্রামাঞ্চলে কাম্য শিক্ষার্থী, কাম্য ফলাফল, শিক্ষক কর্মচারী নিয়োগে নুন্যতম যোগ্যতা, শিক্ষকদের প্রমোশন প্রভৃতি বিষয়ে আলোচনা হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের েএক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, সময় বাড়ল আবেদনের
  • ২৫ জানুয়ারি ২০২৬
বদলির সংশোধিত নীতিমালা নিয়ে সর্বশেষ যা জানাল শিক্ষা মন্ত্রণ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
আবারও পেছাল হাদি হত্যার তদন্ত প্রতিবেদন
  • ২৫ জানুয়ারি ২০২৬
সোমবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৫ জানুয়ারি ২০২৬
ছাত্রলীগ নেতা সাদ্দামকে কারাফটকে স্ত্রী সন্তানের লাশ দেখানো…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপিপন্থী শিক্ষকদের ‘অনুরোধে’ তারেক রহমানের সভায় চবির শাট…
  • ২৫ জানুয়ারি ২০২৬