বিদেশে থেকেও এমপিওভুক্ত!

১৬ জুলাই ২০২০, ০৯:৪৮ PM

© ফাইল ফটো

তিনবছর বিদেশে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হারুনুর রশিদ। দেশে ফিরেই এমপিওভুক্ত হয়েছেন তিনি। যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুরে।

জানা গেছে, মাদ্রাসার শিক্ষক হারুনুর রশিদ ২০১৬ সালে হাজীদের সেবা দিতে সৌদি আরবে যান। এর পর আর দেশে ফিরে আসেননি। গত বছর মাদ্রাসাটি এমপিওভুক্ত হলে হারুনুর রশিদের নাম এমপিওভুক্তির তালিকায় অন্তর্ভুক্তি হয়। বিষয়টি জানাজানি হলে গত ২৮ মে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমানসহ আটজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন।

মানবিক কারণে হারুনুর রশিদকে এমপিওভুক্তির সুযোগ দেওয়া হয়েছে জানিয়ে আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেডেন্ট আরিফুল ইসলাম বলেন, এই মাদ্রাসায় হারুন দীর্ঘ ১২ বছর বিনা বেতনে শিক্ষকতা করেছেন। এরপর ৭ দিনের ছুটি নিয়ে বিদেশে চলে যান। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ায় মানবিক কারণে প্রতিষ্ঠান পরিচালনা কমিটি তাকে শিক্ষকতার সুযোগ দিয়েছে। যারা হারুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তারা অভিযোগ প্রত্যাহার করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঘটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, বিদেশ থেকে ফিরে মাদ্রাসা শিক্ষকের এমপিওভুক্তি হবার অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানালেন এনটি…
  • ২৫ জানুয়ারি ২০২৬
মহিলা জামায়াত কর্মীদের হিজাব খুলতে চাওয়ায় লালমনিরহাটে সংঘর্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দ্য ডেইলি ক্যাম্পাস…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিশ্বব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ ১৭ ফেব্রুয়ারি
  • ২৫ জানুয়ারি ২০২৬
তিন জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভার সময়সূচি প্রকাশ
  • ২৫ জানুয়ারি ২০২৬
‘গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে’
  • ২৫ জানুয়ারি ২০২৬