করোনা সংক্রমণের মধ্যেই গত মার্চের মাঝামাঝি সময় থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়ানোর পর সর্বশেষ আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে, কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তা এখনও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এ অবস্থায় চলতি শিক্ষাবর্ষ যে পিছিয়ে যাচ্ছে, সেটি মুটামুটি নিশ্চিত। বিষয়টিও ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার (১৭ জুন) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, মার্চের মাঝামাঝি থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কাজেই চলতি শিক্ষাবর্ষে আমরা আড়াই মাস পেয়েছি। সামনে কতমাস সময় পাব সেটি এখনও বলা যাচ্ছেনা। কাজেই এটি নির্ভর করছে কবে নাগাদ করোনা পরিস্থিতি থেকে আমরা মুক্ত পাব।
তিনি বলেন, এ বছরের ডিসেম্বরেও যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে সিলেবাস সংক্ষিপ্ত করে আমরা শিক্ষাবর্ষ শেষ করবো। প্রয়োজনে আগামী বছরের দুয়েকমাস পর্যন্ত শিক্ষাবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি।