ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, শিক্ষামন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গণশিক্ষা প্রতিমন্ত্রী।
এর আগে শেখ মো. আব্দুল্লাহর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত জানিয়েছিলেন, শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যু হয়। প্রতিমন্ত্রীর পিআরও আনোয়ার হোসেন জানান, গুরুতর অসুস্থ অবস্থায় রাত ১০টায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিউতে ভর্তি করা হয়।
এদিকে ধর্ম প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত ছিলেন কিনা, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘করোনা হয়েছে কিনা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, সকালে রিপোর্ট জানা যাবে। জানাজা এবং দাফনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে সকালে সিদ্ধান্ত নেওয়া হবে।’