বাজেট ২০২৫-২০২৬

শিক্ষায় সাড়ে ৯৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

শিক্ষা বাজেট
শিক্ষা বাজেট  © ফাইল ছবি

২০২৫-২৬ অর্থ বছরে শিক্ষার দুই মন্ত্রণালয়ের জন্য প্রায় সাড়ে ৯৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৬০ হাজার এবং প্রাথমিক ও গণশিক্ষার জন্য প্রায় সাড়ে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থ বছরে এ দুই মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ৯৪ হাজার ৭১০ কোটি টাকা।

বুধবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রস্তাবিত বরাদ্দের মধ্যে উন্নয়ন খাতের জন্য ৩২ হাজার ১২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট-১) মোহাম্মদ ফারুক-উজ-জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রতিটি মন্ত্রণালয় তাদের চাহিদা অনুযায়ী বরাদ্দের প্রস্তাব করে। তবে সব সময় তাদের চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব হয় না। শিক্ষা যেহেতু আমাদের মৌলিক অধিকার, সেহেতু এ খাতে সব সময় বরাদ্দ বেশি রাখার চেষ্টা করা হয়।’

২০২৫-২৬ অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন বাজেট ২৪ হাজার ৪ কোটি ৮৪ লাখ এবং উন্নয়নের জন্য ১১ হাজার ৩৯৮ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪৭ হাজার ৫৬৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছ। এর মধ্যে পরিচালন বাজেট ৩০ হাজার ৪৫০ কোটি ৯৫ লাখ এবং উন্নয়নের জন্য ১৭ হাজার ১১৪ কোটি ৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১২ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট নয় হাজার কোটি এবং উন্নয়নের জন্য সাড়ে ৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০২৫-২৬ অর্থ বছরে এ মন্ত্রণালয়ের জন্য ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন বাজেট ২৪ হাজার ৪ কোটি ৮৪ লাখ এবং উন্নয়নের জন্য ১১ হাজার ৩৯৮ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

‘আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া অনেক বড় প্রকল্প বাস্তবায়ন করতে যেয়ে প্রচুর ঋণ নেওয়া হয়েছে। অনেক প্রকল্পে অনিয়ম হয়েছে। বারবার সময় এবং ব্যয় বাড়ানো হয়েছে। এ প্রবণতা সার্বিক অর্থনীতি বিশেষত ঋণ পরিশোধের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে  অন্তর্বর্তীকালীন সরকার মেগা প্রকল্প গ্রহণ না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য আগামী অর্থ বছরের বাজেট কিছুটা কমেছে’—অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা

সামগ্রিক বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি
বিগত সময়ে দেখা গেছে, প্রতি অর্থ বছরে সামগ্রিক বাজেট বৃদ্ধি করা হত। তবে অন্তর্বর্তী সামগ্রিক বাজেট কমানের পথে হাঁটছে। চলতি অর্থ বছরের (২০২৪-২৫) জন্য সামগ্রিক বাজেট ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। সেখানে আগামী ২০২৫-২৬ অর্থ বছরের সামগ্রিক বাজেট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা করা হতে পারে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভার্চুয়াল একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে পরিচালন বাজেট না কমিয়ে উন্নয়ন বাজেট কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলকমুদ্রানীতির সঙ্গে সমন্বয় করে সরকারি ব্যয় কমানো এবং বাজেট বাস্তবায়নযোগ্য করতেই আকার কমানো হচ্ছে।

সূত্রের তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে পরিচালন খাতে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৫ লাখ ৬ হাজার ৯৭১ কোটি টাকা। অন্যদিকে আগামী অর্থ বছরের জন্য উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ২ লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া এবং বৈদেশিক ঋণ ও অনুদান কমে যাওয়ায় এডিপিতে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ বা স্থগিত রেখে দেওয়ার বিবচেনায়  ২০২৫-২৬ অর্থবছরের ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া অনেক বড় প্রকল্প বাস্তবায়ন করতে যেয়ে প্রচুর ঋণ নেওয়া হয়েছে। অনেক প্রকল্পে অনিয়ম হয়েছে। বারবার সময় এবং ব্যয় বাড়ানো হয়েছে। এ প্রবণতা সার্বিক অর্থনীতি বিশেষত ঋণ পরিশোধের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে  অন্তর্বর্তীকালীন সরকার মেগা প্রকল্প গ্রহণ না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য আগামী অর্থ বছরের বাজেট কিছুটা কমেছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence