২০২৬ সালের এইচএসসির সিলেবাস নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

  © লোগো

২০২৫ সালে এইচএসসি পরীক্ষা ও সমমানের তারিখ এখনও প্রকাশ করেনি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে এরমধ্যে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সময়সূচি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিভ্রান্তিকর এ অপ-তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি সম্পর্কিত চিঠি প্রচারিত হয়েছে, যা ঢাকা শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত নয়। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমার স্বাক্ষর ও সিল নকল করে লেখা একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কোন সিলেবাসে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।


সর্বশেষ সংবাদ