শিক্ষার্থীবান্ধব বাস টিকিটিং সার্ভিস চালু করল ইওর ক্যাম্পাস

‘অ্যাপভিত্তিক বাস টিকিটিং’ সেবা চালু করেছে ইওর ক্যাম্পাস
‘অ্যাপভিত্তিক বাস টিকিটিং’ সেবা চালু করেছে ইওর ক্যাম্পাস  © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াতকে সহজ ও গতিশীল করার পাশাপাশি কমমূল্যে বাস টিকিটি নিশ্চিত করার লক্ষ্যে ‘অ্যাপভিত্তিক বাস টিকিটিং’ সেবা চালু করেছে ইওর ক্যাম্পাস। সম্প্রতি ঈদকে সামনে রেখে সেবাটির উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীরা ‘YOUR Campus’ অ্যাপ ব্যবহার করে এখন খুব সহজেই যেকোনো সময়, যেকোনো স্থান থেকে স্বল্পমূল্যে বাসের টিকিট বুক করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সশরীরে কাউন্টারে গিয়ে টিকিট কাটা এবং শেষ মুহূর্তের টিকিট সংগ্রহের ভোগান্তি দূর করতে এই সেবা চালু করেছে ইওর ক্যাম্পাস। এখন থেকে বাসের টিকিট সরাসরি ইয়োর ক্যাম্পাস অ্যাপের মাধ্যমে কেনা যাবে। অ্যাপের মাধ্যমে বাস টিকিট বুকিং করলে শিক্ষার্থীরা পাবেন ১২ শতাংশ ডিসকাউন্ট (সর্বোচ্চ ১২০ টাকা)। এই অফার চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

সেইসঙ্গে কোনো কনভেনিয়েন্স ফি বা গেটওয়ে চার্জ ছাড়াই থাকবে নিরাপদ ডিজিটাল পেমেন্ট সুবিধা। এছাড়াও থাকছে সহজ ও দ্রুত বুকিং, ২৪ ঘণ্টা বুকিং সাপোর্ট এবং পছন্দ অনুযায়ী আসন নির্বাচন করার সুযোগ। বাস টিকিটের সব তথ্য কনফার্ম করে চেকআউটের সময় YOURCAMPUS কুপন কোড ব্যবহার করলে এই ডিসকাউন্ট পাওয়া যাবে।

ইওর ক্যাম্পাস’র প্রতিষ্ঠাতা ও সিইও মো. মিলজার রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জীবন আরও সহজ, স্মার্ট ও গতিশীল করা। বাস টিকিটিং সেবাটি শিক্ষার্থীদে্র আগ্রহ ও আবেদনের প্রেক্ষিতে একটি ধারাবাহিক পদক্ষেপ। আমরা আশা করছি, এটি শিক্ষার্থীদের জীবনযাত্রাকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক করবে। ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন সেবা নিয়ে আসতে কাজ করে যাচ্ছি।’

আরো পড়ুন: এনআইডি সেবা নিজেদের কাছে রাখতে সরকারকে চিঠি দিয়েছে ইসি

সহ-প্রতিষ্ঠাতা মো. ইসতিয়াক উদ্দিন বলেন, ‘বাস টিকিটিং সার্ভিস শুরুর পূর্বে আমরা শিক্ষার্থীদের মূল্যবান মতামত, পরামর্শ নিয়েছি যাদের অধিকাংশই চাচ্ছিলেন বাস টিকেটিং নিয়ে আমরা কাজ করি। তাদের এমন সাড়া আমাদেরকে আরও অনুপ্রাণিত করছে।’

উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে দেশের ২৫টিরও অধিক বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক হলে ভেন্ডিং মেশিন ও ওয়াশিং মেশিন সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এছাড়াও বেশ কিছুদিন আগে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নিত্যব্যবহার্য পণ্যের জন্য ই-কমার্স সার্ভিস প্ল্যাটফর্ম, সহপাঠীর কাছে নোট, বই বা পার্সেল প্রভৃতি হস্তান্তর করার জন্য স্মার্ট লকার সার্ভিস চালু করেছে। 

ক্লিন ও গ্রিন ক্যাম্পাসের সুবিধার্থে প্লাস্টিক সংগ্রহের জন্য বিন বসিয়েছে-যা থেকে প্রাপ্ত প্লাস্টিক বিক্রয়লব্ধ অর্থ সংশ্লিষ্ট ক্যাম্পাসের পরিবেশ-বিষয়ক উদ্যোগেই ব্যবহৃত হয়। এ ছাড়াও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে বেশকিছু সেবা যেমন সবচেয়ে কম মূল্যে ইন্টারনেটের ডাটা প্যাক, সার্ভিস চার্জ ছাড়া স্টুডেন্ট ব্যাংক একাউন্ট ওপেনিং ইত্যাদি নিয়ে কাজ চলছে।


সর্বশেষ সংবাদ