ভোট কেন্দ্রের তথ্য পাওয়া যাচ্ছে অনলাইনে

  © লোগো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের তথ্য অনলাইনে জানতে পারবেন। নির্বাচন কমিশনের এই ঠিকানায় প্রবেশে করে services.nidw.gov.bd/voter_center নির্দিষ্ট তথ্য দিলে আপনার ভোট কেন্দ্রের তথ্য পাওয়া যাবে। এখান থেকে আপনার ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোট কেন্দ্র ও এনআইডি নম্বর দেখতে পাবেন।

উপরের ঠিকানায় গিয়ে নির্ধারিত ফরমের প্রথম বাক্সে জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখুন। জাতীয় পরিচয়পত্র না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখলেও হবে। দ্বিতীয় বক্সে আপনার জন্ম তারিখ লিখুন। এরপর ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যা গুলো তৃতীয় বাক্সে লিখে ‘ভোটার তথ্য দেখুন’ ট্যাবে ক্লিক করুন।

 


সর্বশেষ সংবাদ