সাইবার হামলার ঝুঁকিতে আইফোন, অ্যাপলের সতর্ক বার্তা

১২ জুলাই ২০২৪, ০৪:৪৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
সাইবার হামলার ঝুঁকিতে আইফোন, অ্যাপলের সতর্ক বার্তা

সাইবার হামলার ঝুঁকিতে আইফোন, অ্যাপলের সতর্ক বার্তা © সংগৃহীত

মানুষের ব্যক্তিগত অনেক কিছু থাকে ফোনে। যার কারণে সবাই চায় তাদের ফোনটির নিরাপত্তায় যেন বিঘ্ন না ঘটে। এ বিষয়ে ফোন কোম্পানিগুলো নিশ্চয়তা দিলেও দু-একটি ঘটনা ঘটেই যায়। বিশ্বের সব আইফোন ব্যবহারকারীর জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে অ্যাপল। ক্ষতিকর ‘মার্সেনারি’ স্পাইওয়্যারের মাধ্যমে আইফোনে সাইবার হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের সাপোর্ট পেজে জানানো হয়েছে, ‘মার্সেনারি’ স্পাইওয়্যার আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারেন আপনিও। এর মাধ্যমে সাইবার অপরাধীরা দূর থেকে যেকোনো আইফোন ব্যবহারকারীর অ্যাপল আইডিতে প্রবেশ করে আইফোনের নিয়ন্ত্রণ নিতে পারে। এভাবে তারা ব্যবহারকারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে।

সাইবার হামলা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে অ্যাপল জানিয়েছে, যেসব সাইবার অপরাধী পেগাসাসের মতো স্পাইওয়্যার ব্যবহার করে তারাই মূলত মার্সেনারি স্পাইওয়্যার হামলা চালাচ্ছে। এ ধরনের সাইবার আক্রমণের ঘটনা সাধারণ নয়, বরং খুব কম দেখা যায়। এ হামলায় সুনির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

 
ট্যাগ: হ্যাকার
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫