৭ মার্চের অনুপ্রেরণায় টেলিটকের নতুন অফার

ঐতিহাসিক ৭ মার্চের অনুপ্রেরণায় রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকে চালু হয়েছে নতুন অফার। এতে থাকছে ৫০ টাকায় ৭ জিবির ডাটা প্যাক। ৭ মার্চ উপলক্ষ্যে টেলিটকের বিশেষ সাশ্রয়ী অফার চালুর নির্দেশ দিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ঢাকার গুলশানে সোমবার (৪ মার্চ) টেলিটক সদর দফতর পরিদর্শনকালে এই নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

গ্রাহকদের দেয়া ম্যাসেজে টেলিটক অফারটি সম্পর্কে জানায়, ঐতিহাসিক ৭ই মার্চের অনুপ্রেরণায় টেলিটক এর দুর্দান্ত অফার, ৭ জিবি/৭ দিন; ৫০ টাকা। অফার পেতে শুধুমাত্র ডায়াল *১১১*৫০#

আরও পড়ুন: ২০ টাকা রিচার্জ লিমিট রাখলেও মেয়াদ কমিয়েছে গ্রামীণফোন

সেদিন টেলিটক সদর দফতর পরিদর্শনের আগে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঢাকার ডাকভবনে আয়োজিত এক পরামর্শক সভায় ডাকঘরের বিস্তীর্ণ নেটওয়ার্ক, বিশাল অবকাঠামো ও জনবল ব্যবহার করে প্রত্যন্ত এলাকাসহ দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় স্মার্ট ডাক সেবা পৌঁছে দেয়ার আশ্বাস দেন।

এর আগে, গত ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে ই-সিমের যুগে প্রবেশ করে টেলিটক। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ই-সিম সেবার উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী।


সর্বশেষ সংবাদ