রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ PM
শেখ বশিরউদ্দীন

শেখ বশিরউদ্দীন © টিডিসি ফটো

রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (২১ সেপ্টেম্বর)  রাজধানীর তেজগাঁওয়ে অটোমোবাইল এন্ড এগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, আমাদের অর্থনীতির মদদ কি হওয়া উচিত, আমার বিবেচনায় অর্থনীতির মদদ হবে ব্যয়ের উদ্ধৃত তৈরি করতে হবে। শিল্পে সক্ষমতা তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার আগে শিল্পের যে বৈচিত্র্য ছিল, পরে সেটা পিছিয়ে গেছে, আমরা সেটা হারিয়ে ফেলেছি। আমাদের বিভিন্ন শিল্প ছিল, কাগজ শিল্প, ইস্পাত শিল্প, টেক্সটাইল শিল্প গড়ে উঠেছিল। বাংলাদেশে পৃথিবীর সর্ববৃহৎ পাটকল রয়েছে। কিন্তু স্বাধীনতার পর সেগুলো এখন অনেক অনেক পিছিয়ে গেছে।

শেখ বশিরউদ্দীন বলেন, আমাদের সাময়িক সময়ের জন্য সুনির্দিষ্ট করতে হবে, আগামী দশ বছর আমরা যেকোনো একটা গাড়িতে চড়বো। যেখানে বৈচিত্র্য আনার প্রয়োজন নেই। স্বাধীনতার আগে শিল্পের যে বৈচিত্র্য ছিল, পরে সেটা পিছিয়ে গেছে, আমরা সেটা হারিয়ে ফেলেছি। আমাদের সম্পদ সীমিত, অর্থনৈতিক সঞ্চয় করতে হবে।  নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে এগিয়ে যেতে হবে। মূলত গার্মেন্টস ছাড়া কোনো শিল্প কাজে লাগাতে পারিনি।

১৯৬২ সালের প্রতিষ্ঠান ডিজেল প্ল্যান্টের কনভেনশনাল ইঞ্জিন বানানোর কথা থাকলেও এখন ফিল্টার বিক্রি করার জন্য চেষ্টা করছে, এটা দুঃখজনক। আজকে যেখানে বৈচিত্র্য দরকার সেখানে বৈচিত্র্য নেই, যেখানে প্রয়োজন নেই সেখানে আছে। আজকে উদ্যোক্তারা সঠিকভাবে লোন পাচ্ছে না, এসবের জন্য সবাই দায়ী। পরিবর্তনের নীতি প্রণয়নের জন্য আমাদের সবার একত্রিত হওয়া দরকার। কৃষিতে উন্নত বিশ্ব অনেক এগিয়ে, ড্রোন দিয়ে মাটির উর্বরতা, তাপমাত্রা সে অনুযায়ী কী কী প্রয়োজন দেখা হচ্ছে সেখানে আমরা এখন অনেক পিছিয়ে আছি।

তিনি প্রশ্ন তুলে বলেন, কেন কৃষিযন্ত্র তৈরিতে যদি ১০টা মানসম্মত যন্ত্রাংশ প্রয়োজন হয়, সেই ১০টা আমরা দেশে উৎপাদন করতে পারছি না। মোটরসাইকেল বানাচ্ছি কিন্তু কেন উন্নত মানের ইঞ্জিন তৈরি না করে তা আমদানি করতে হচ্ছে। আমাদের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। আমাদের সঠিক উদ্যোগের অভাব, সঠিক উদ্যোগ নিয়ে সবাই একসঙ্গে কাজ করলে অবশ্যই এসব যন্ত্রাংশ দেশে তৈরি সম্ভব।

উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি আমার সক্ষমতায় আপনাদের জন্য যতটুকু করা সম্ভব, সর্বোচ্চ করার চেষ্টা করব। বক্তব্য শেষে উপদেষ্টা শেখ বশির উদ্দিন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ এবং বিসিআই ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  এ. কে. আজাদ বিশেষ অতিথি হিসেবে, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬