আজ বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

নতুন নকশার ১০০ টাকার নোট
নতুন নকশার ১০০ টাকার নোট  © সংগৃহীত

নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) থেকে এই নোট বাজারে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।ৎ]

এতে জানানো হয়েছে, দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য নিয়ে নতুন সিরিজে সব মূল্যমানের নোট মুদ্রণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে ১০০০, ৫০ ও ২০ টাকার পর এবার গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকার নতুন নোট প্রচলন করা হবে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য শাখা থেকে নোটটি ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, নতুন নোটের ডান দিকের কোনায় থাকা ‘১০০’ লেখা রঙ পরিবর্তনশীল—নাড়াচাড়া করলে সোনালি থেকে সবুজে বদলে যাবে। বাম পাশে রয়েছে লাল ও উজ্জ্বল রুপালি রঙের নিরাপত্তা সুতা, যা নাড়ালে লাল থেকে সবুজে রূপ নেবে। নোটটিতে হাতের স্পর্শে অনুভূত হওয়া তিনটি ছোট বৃত্ত রয়েছে। গভর্নরের স্বাক্ষরের ডানপাশে অদৃশ্য ‘১০০’ লেখা আছে, যা শুধু আলোর বিপরীতে ধরলেই দেখা যাবে।

নতুন ১০০ টাকার নোটের সামনের অংশে রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং পেছনে সুন্দরবনের দৃশ্য। নীল রঙের নোটে শাপলার ছবি যুক্ত করা হয়েছে।

এ পর্যন্ত নতুন ডিজাইনের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকার কারেন্সি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীক তুলে ধরা হয়েছে এবং নকল প্রতিরোধে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। তবে পুরোনো নোটও চলমান থাকবে।

এর আগে গত জুনে নতুন নকশার ১০০০, ৫০ ও ২০ টাকার নোট সীমিত পরিসরে ব্যাংকগুলোতে বিতরণ করে বাংলাদেশ ব্যাংক, যা ২ জুন থেকে গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence